Home Kharagpur Live Debra: বেহাল রাস্তায় রোগী মৃত্যু ! বিজেপি পঞ্চায়েত সদস্যকে গাছে বেঁধে রাখলেন...

Debra: বেহাল রাস্তায় রোগী মৃত্যু ! বিজেপি পঞ্চায়েত সদস্যকে গাছে বেঁধে রাখলেন গ্রামবাসীরা

30
0

DEBRA: এলাকার রাস্তা খুবই খারাপ। বর্ষা নামতে রাস্তা এতোখানি বেহাল যে-সেই রাস্তায় রোগীকে নিয়ে যেতে অনেক দেরী হওয়ার কারনে মৃত্যু হয়েছে দুই রোগীর-বলে দাবি স্থানীয়দের। একাধিকবার প্রশাসনে জানিও কাজ হয়নি কিছুই। তাই হাতের সামনে পঞ্চায়েত সদস্যকে পেয়ে গাছে বেঁধে রাখলেন এলাকার মহিলারা। বিজেপির ওই পঞ্চায়েত সদস্যের দাবি- “আমি বিজেপির বলে স্বাভাবিক ভাবে কাজ করতে দেওয়া হয়না ৷ আমার কিছু করার নেই ৷” তবে প্রায় পাঁচ ঘন্টা পরে গাছে বাঁধা অবস্থা থেকে পুলিশ উদ্ধার করেছে বিজেপির ওই পঞ্চায়েত সদস্যকে ৷

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৯ নং  লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া মোহনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একাধিক রাস্তার অবস্থা বেহাল।চিকিৎসা করাতে দেরী হবার কারনে কিছু দিন আগে বাদল মান্ডী নামক একজন মারা যায়,স্থানীয়দের দাবি তেমনই ছিল। এবার প্রান গেলো ছোট্ট সুস্মিতা মুর্মু নামে বছক দেড়েক এক শিশুর ।ক্ষোভে ফুঁসছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৯ নং  লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া মোহনপুর এলাকায় মাস কয়েক আগেই শশুর বাড়ীতে এসে হঠাৎ অসুস্থ হওয়ায় খাটিয়ায় করে ঝুলিয়ে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিল স্থানীয়রা ৷ কিন্তু হাসপাতালে নিয়ে যেতে মৃত বলে ঘোষনা করেছিলেন চিকিত্সকেরা৷ মৃত্যু হয়েছিল সেই পাড়ার জামাই বাদল মান্ডীর।এবার সেই রাস্তার কারনেই প্রান হারালো ওই পাড়ারই ছোট্ট সুস্মিতা মুর্মুর।এমনই অভিযোগ তুলেছে মৃত শিশুটির পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ অসুস্থ হয় সুস্মিতা। রাস্তা খারাপের জন্য হাসপাতালে নিয়ে যেতে দেরী হয়।হাসপাতালে পৌঁছাতেই  চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।আর এর পরেই ক্ষোভে ফুসতে থাকে  পরিবারের সদস্যরা। ঘটনার পরে খবর পেয়ে মৃত শিশুর পরিবারের সমবেদনা জানাতে যায় বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য অভিজিৎ সিং। তখনই গ্রামের মহিলারা ওই পঞ্চায়েত সদস্যকে কাছে বেঁধে বিক্ষোভ দেখাতে থাকে ৷ তাদের অভিযোগ যতক্ষণ পর্যন্ত স্থানীয় প্রশাসন তাদের লিখিত আশ্বাস দেয় রাস্তা সারাই এর- ততক্ষণ পর্যন্ত সেই পঞ্চায়েত সদস্যকে তারা ছাড়বে না। এই ক্ষোভে দীর্ঘক্ষন ধরে গাছে বাঁধা অবস্থায় পড়ে থাকেন ওই পঞ্চায়েত সদস্য ৷

পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতী দিয়ে স্বাভাবিক করেছে ৷ উদ্ধার হয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য ৷

Previous articleGhatal flood: ফের বন্যার প্রকোপ ঘাটালে, ডুবে থাকা ঘাটালের জলে তলিয়ে শেষ দুটি জীবন
Next articleDilip Ghosh: “তৃণমূল চায় না দিলীপ ঘোষ টিএমসিতে যাক, আমাদের দলের হিজড়েরা রটিয়েছিল”-দিলীপ ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here