Home Medinipur Live Ghatal flood: ফের বন্যার প্রকোপ ঘাটালে, ডুবে থাকা ঘাটালের জলে তলিয়ে শেষ...

Ghatal flood: ফের বন্যার প্রকোপ ঘাটালে, ডুবে থাকা ঘাটালের জলে তলিয়ে শেষ দুটি জীবন

19
0

Ghatal: কয়েকদিনের প্রবল বর্ষন ছাড়াও বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলের কারনে ফের বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে ঘাটালে ৷ রবিবার সকাল পর্যন্ত ঘাটাল পৌরসভার ১৩ টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত। ঘাটালের বেশ কিছু এলাকায় রান্না করা খাবার বিতরণ করছে প্রশাসন৷ পাশাপাশি বন্যা কবলিত এলাকায় খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প, এলাকায় এলাকায় পানীয় জলের ট্যাংক পৌঁছে দেওয়া হয়েছে। ঘাটাল পৌরসভার দুনম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায় প্লাবিত রাজ্য সড়কে পারাপারের জন্য পূর্ত দপ্তর থেকে পারাপারের নৌকো রাখা হয়েছে, রাস্তাঘাট ডুবে যাওয়ায় চলছে নৌকো, ডিঙি।

তবে গত ২৪ ঘন্টায় বন্যার কারনে মারা গিয়েছে দুজন ৷ শনিবার বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রথম শ্রেনীর এক ছাত্রী বাড়ির পাশে বন্যার জলে স্নান করতে নেমে ডুবে মারা গিয়েছে ৷ অপরজন এক ব্যক্তি বাজার করে বাড়ি ফেরার পথে রাস্তায় জলের স্রোতে ভেসে গিয়েছিলেন শনিবার ৷ রবিবার সকালে তার দেহ উদ্ধার হয়েছে ৷

জানা যায়, শনিবার দুপুর নাগাদ ঘাটাল শহর থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বাড়ি থেকে কিছুটা দূরে বন্যার জলে তলিয়ে যায় ঘাটালের অজবনগর গ্রামের নিতাই ডোগরা, বয়স ৪৬ বছর। তারপর বেশ কয়েক ঘন্টা ধরে স্পিডবোটে করে তল্লাশি চালায় ঘাটাল থানার পুলিশ ও রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ গতকাল উদ্ধার হয়নি দেহ, তারপর বেশ কয়েক ঘন্টা কেটে গেলে আজ সকাল নাগাদ বন্যার জলে তলিয়ে নিখোঁজ থাকা নিতাই ডোগরার দেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে নিতাই ডোগরার দেহ স্পিডবোট নিয়ে উদ্ধার করে ঘাটাল থানার পুলিশ প্রশাসন।

শনিবারও এমনই মর্মান্তিক আরও একটি ঘটনা ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়ানচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কিশমত কোতুলপুর গ্রামে। মৃত ছাত্রীর নাম সুলতানা খাতুন, রঘুনাথপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।প্রশাসন সূত্রে জানাযায়, স্কুল যাওয়ার জন্য বাড়ির পাশে বন্যার জলে স্নান করতে গিয়েছিল সুলতানা খাতুন, সেসময় বাড়িতে কেউ না থাকায় পাড়ার ছেলেদের সাথে স্নান করতে গিয়ে বন্যার জলে তলিয়ে যায় সুলতানা। জলে তলিয়ে যাওয়ার ঘটনায় টের পাইনি অন্যান্যরা। পরে ঘটনা জানাজানি হতে এলাকা থেকেই মৃতদেহ উদ্ধার হয় ওই ছাত্রীর, তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়, বানভাসি ঘাটালে বন্যায় প্রাণ কাড়লো ছোট্ট সুলতানার, শোকাহত পরিবার।

বন্যার জলে ডুবেছে ঘরবাড়ি রাস্তাঘাট, ডুবেছে ঘাটালের একাধিক স্কুল সহ আইসিডিএস, তাই বন্যার জন্য স্কুল বন্ধ করে ডিঙিতে করে ডাঙায় ছাগল নিয়ে চরাতে বের হতে হয়েছে স্থানীয়দের। ঘাটালের বন্যায় এমনই ভিন্ন ছবিও দেখা গেল ঘাটাল শহরের ১০ নম্বর ওয়ার্ড গড়প্রতাপনগর এলাকায়। ওই ওয়ার্ডের বাসিন্দা চতুর্থ শ্রেণির ছাত্র অংশু কোলে, স্থানীয় বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। বন্যায় জলে ডুবেছে ওই ওয়ার্ড, বন্যার জেরে বন্ধ স্কুলও। আর তারই মাঝে বন্যার এমন দৃশ্য ঘাটালে।

Previous articleKharagpur: বাম নেতাকে রাস্তায় ফেলে পিটিয়েছিল তৃণমূল নেত্রী, তাঁকে বহিষ্কার করল
Next articleDebra: বেহাল রাস্তায় রোগী মৃত্যু ! বিজেপি পঞ্চায়েত সদস্যকে গাছে বেঁধে রাখলেন গ্রামবাসীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here