Home Medinipur Live Jangal Mahal : নাবালিকা প্রেমিকার সঙ্গে বিয়ে নারাজ পরিবার, চরম সিদ্ধান্ত যুবকের!

Jangal Mahal : নাবালিকা প্রেমিকার সঙ্গে বিয়ে নারাজ পরিবার, চরম সিদ্ধান্ত যুবকের!

56
0
??????????????

Chandra: নাবালিকা প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করার উদ্দেশ্য ছিল যুবকের। কিন্তু মেয়ের বাড়ির লোক তা মেনে নেয়নি। অবশেষে জঙ্গলে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। স্থানীয়রা মনে করছেন- বিয়েতে ব্যার্থ হয়েই আত্মহত্যা যুবকের ৷ মঙ্গলবার সকালে একটি জঙ্গলের গভীরে গাছে গামছার ফাঁস দিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ গাছের পাশেই দাঁড় করানো ছিল তার মোটর বাইক ৷

ঘটনাটি মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থানার শিরষী এলাকায়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান জঙ্গলের একটি গাছে এক যুবকের ঝুলন্ত দেহ। রয়েছে একটি বাইকও। খবর দেন গুড়গুড়িপাল থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম সুশান্ত সিং (১৯)। বাড়ি ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বড় পারুলিয়া গ্রামে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকার এক নাবালিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মাসখানেক আগে তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল বিয়ের উদ্দেশ্যে। মেয়ের বাড়ির লোক জানতে পেরে তাকে উদ্ধার করে পুনরায় বাড়ি নিয়ে যায়। তারা জানিয়ে দিয়েছিল, নাবালিকা অবস্থায় কোনভাবেই বিয়ে দেবেন না।

এরপর থেকে ওই নাবালিকার সঙ্গে সুশান্তর দূরত্ব তৈরি হয়। এরপরও চেষ্টা করেছিল আরেকবার পালিয়ে যাওয়ার। কিন্তু কোনভাবেই সম্ভব হয়নি। সুশান্ত-র কাকা রবীন্দ্রনাথ সিং বলেন, “প্রেমের বিষয়টি মিটমাট হয়ে গিয়েছিল। তারপরও কি ঘটেছিল তা আমরা জানি না। এদিন বাড়িতে কাউকে কিছু না জানিয়ে ভোর সাড়ে তিনটে নাগাদ বাইক নিয়ে বেরিয়ে যায়। পরে থানা থেকে আমাদের বিষয়টি জানানো হয়।” অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Previous articleSocial Media: ডিজিটাল দেওয়াল দখল করতে সিপিএমের ডিজিটাল কক্ষ মেদিনীপুরে
Next articleKharagpur Rail: রেলওয়ে রাস্তা বন্ধ করেছিল, বাংলো বন্ধ করে দিল বস্তিবাসীরা,তুমুল ধ্বস্তাধ্বস্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here