Home Kharagpur Live tanker blast: গ্যারাজে মেরামতিতে দাঁড়ানো ট্যাঙ্কারে বিস্ফোরন, আহত ৭

tanker blast: গ্যারাজে মেরামতিতে দাঁড়ানো ট্যাঙ্কারে বিস্ফোরন, আহত ৭

25
0

ডেবরা: জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ৷ ঘটনায় গুরুতর আহত হল ৭ জন। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার ১৬ নম্বর জাতীয় সড়কের অর্জুনী এলাকায়।ঘটনাকে কেন্দ্র এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডেবরা ব্লকের ১৬ নম্বর জাতীয় সড়কের অর্জুনী এলাকায় একটি গ্যাস ট্যাঙ্কার গাড়ি কাজ করানোর জন্য গ্যারেজে দাঁড় করানো ছিল।ট্যাঙ্কারটি এলপিজি গ্যাস বহনকারি ৷ ওই মুহুর্তে ট্যাঙ্কে কোনো গ্যাস ছিলনা ৷ তাহলেও পুরনো ট্যাঙ্কারের ভেতরে গ্যাসের আবহ ছিল ৷সেই ট্যাঙ্কারের বাইরে কোনো অংশে ঝালাইয়ের কাজ শুরু করেছিলেন কর্মীরা ৷ তখন ট্যাঙ্ক গরম হয়ে গিয়ে হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে স্থানীয় মানুষজন।ওই সময় পাশে দাঁড়িয়েছিল একটি খালি স্কুল বাস ও লরি ৷ বিস্ফোরনে দুটি গাড়ির বিভিন্ন জিনিস ক্ষতি হয় ৷ তছনছ হয়ে গিয়েছে ভেঙে বেশিরভাগ অংশ ৷

পাশাপাশি বিস্ফোরণে শব্দে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় এলাকার প্রচুর ঘরবাড়ির কাঁচও।এই ঘটনায় পাশপাশি থাকা গুরুতর আহত হয়েছে মোট সাতজন। তাদের দ্রুত উদ্ধার করে সামনের ডেবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷  ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে ৷ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

Gastanker, Tanker blast, Debra blast, Paschim Medinipur, Midnapore town,

Previous articleFire incident: ব্যবসায়িক গন্ডগোলের জের, যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগালো আরো এক যুবক
Next articleTrain accident: চলন্ত ট্রেনের দরজার সামনে বসে ঘুম,করমন্ডল এক্সপ্রেস থেকে পড়ে মর্মান্তিক কান্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here