Home Medinipur Live Fire incident: ব্যবসায়িক গন্ডগোলের জের, যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগালো আরো...

Fire incident: ব্যবসায়িক গন্ডগোলের জের, যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগালো আরো এক যুবক

31
0

মেদিনীপুর: ব্যবসায়িক গন্ডগোলের জেরে দিনের বেলা এক যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল অপর এক যুবক। প্রকাশ্যে দুপুরবেলা দাউ দাউ করে গায়ে আগুনলাগা অবস্থায় যুবককে ছুটতে দেখা গেল রাস্তায়। সিসিটিভির ফুটেজ ভাইরাল। অভিযুক্ত যুবকের খোঁজে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন কেরানিচটি এলাকায় ।শনিবার দুপুর একটার পর এই ঘটনায় অগ্নিদগদ্ধ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

ওই যুবকের নাম ভোম্বল সাউ। যথেষ্ট অগ্নিদগ্ধ হয়েছে বলে প্রতিবেশীরা জানিয়েছে। হাসপাতালে ভর্তি করতে এসে প্রতিবেশী সঞ্জীব প্রধান জানিয়েছেন-“অগ্নিদগ্ধ যুবক ভোম্বলের একটি লটারির দোকান রয়েছে কেরানীচটি এলাকায়। দুপুরে দোকানেই ছিল ভোম্বল। এক যুবক হঠাৎ করে এসে বসে থাকা ভোম্বলের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। কোন কিছু বুঝে ওঠার আগেই ভোম্বল দাউদাউ করে আগুনে পুড়তে থাকে। রাস্তায় তাকে ওই অবস্থায় ছুটতে দেখে প্রতিবেশীরা সকালে ছুটে আসি। কোনভাবে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর হাসপাতালে।”

 অগ্নিদগ্ধ ভোম্বলের ভাই জানান-ইন্দকুড়ি এলাকার এক যুবকের সাথে দোকানে বসা নিয়ে গন্ডগোল ছিল। আমাদের দোকানে ওই ছেলেটি বসে ব্যবসা করতে চাইছিল। কিন্তু তাকে আমরা বারণ করেছিলাম। সেই রাগে হঠাৎ করে পেট্রোল নিয়ে এসে দাদা যখন দোকানে ছিল তার গায়ে সহ চারদিকে ঢেলে হঠাৎ আগুন জ্বালিয়ে দেয়”। ঘটনার পর তদন্তে হাজির হয়েছে পুলিশ।

#Medinipur,#Medini

Previous articlekeshpur: জঙ্গল সাফ দিয়ে পার্থিব কষ্ট সাফ করে নিলেন প্রৌঢ় দম্পতি, একাকিত্বে চরম সিদ্ধান্ত কেশপুরে
Next articletanker blast: গ্যারাজে মেরামতিতে দাঁড়ানো ট্যাঙ্কারে বিস্ফোরন, আহত ৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here