Home Bengal Live Accident: বেপরোয়া বেসরকারি বাস রেলগেট পার হওয়ার তৎপরতায় ধাক্কা মারলো মারুতিতে, আহত...

Accident: বেপরোয়া বেসরকারি বাস রেলগেট পার হওয়ার তৎপরতায় ধাক্কা মারলো মারুতিতে, আহত ৯

42
0

ভাদুতলা : লালগড় রুটের বুড়িশোল সংলগ্ন এলাকা থেকে যাত্রী ভর্তি করে বেসরকারি একটি বাস বেপরোয়া গতিতে ঢুকছিল মেদিনীপুরের দিকে। জাতীয় সড়কে ওঠার আগে শালবনির ভাদুতলা রেলওয়ে ক্রসিংয়ের সামনে ট্রেন আসছে দেখে রেলগেট পড়ছিল। রেলগেট পড়তে দেখে সামনে থাকা মারুতি ভ্যান সহ বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে পড়ে। কিন্তু বেপরোয়া বাসের চালক দ্রুতগতিতে তা পার হয়ে চলে যাবে মনে করে সোজা এসে ধাক্কা মারে মারুতির পেছনে। তারপরেও গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি গিয়ে ধাক্কা মারে রেল ক্রসিং এর পিলারে। রবিবার সকাল দশটা নাগাদ এই দুর্ঘটনাতে চরম বিভ্রাট হয়ে যায় ভাদুতলা রেল ক্রসিং এ। দুটি গাড়িতে থাকা নয় জনের বেশি আহত হন। স্থানীয়রা ছুটে এসে সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনার পরেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। সামনের মারুতির মধ্যে থাকা একজন ছাত্র আহত হয়েছেন। ওই ছাত্র একটি পরীক্ষার জন্য মেদিনীপুরে আসছিল। অন্যদিকে বাসটি ধাক্কা মারায় বাসের ভেতরে থাকা যাত্রীরা অনেকেই কমবেশি আহত হয়েছেন।

বাসের ভেতরে থাকা এক যাত্রী অজিত নন্দী বলেন-” বাসটি প্রচন্ড গতিতে আসছিল। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে। বাসের ভেতরে কমবেশি সকলেই রক্তারক্তি। আমার নিজেরও মাথায় চোট লেগেছে। বাসের গতিবেগ অনেক বেশি ছিল।”

Previous articleAccident: ডেবরায় পথ দূর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর হাসপাতালে ভর্তি কিশোরী
Next articleBelda: রেলক্রসিং-এ আটকে টোটোতে বসে থাকা রোগীর প্রাণপণ হার্ট পাম্প করছেন পরিবারের লোকেরা,দীর্ঘক্ষন আটকে সবার সামনে মারাই গেলেন অবসরপ্রাপ্ত রেলকর্মী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here