Home Medinipur Live Forest : বনদফতরের জমিতে চাষ, বুলডোজার চালালো বনদফতর

Forest : বনদফতরের জমিতে চাষ, বুলডোজার চালালো বনদফতর

43
0

শালবনি: বারন করার পরেও বনদফতরের জমিতে লাগানো হয়েছিল ফসল। সেই ফসলের উপরই বুলডোজার চালানো বনদপ্তর। ওই জায়গায় নতুন করে বনদফতর জঙ্গল তৈরীর গাছ লাগানো হবে বলে দাবি বনদপ্তরের। বনদফতরের প্রায় ৫ হেক্টর জমি দখল করে বেআইনী ভাবো লাগানো হয়েছিল তিল ৷ সেখানেই বুলডোজার চালালো বনদফতর৷

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই জায়গায় চাষ করতে নিষেধ করা হয়েছিল বছরখানেক আগে। জানিয়ে দেওয়া হয়েছিল চলতি মরশুমে জঙ্গল তৈরীর গাছ লাগানো হবে বনদফতরের পক্ষ থেকে। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় জঙ্গলের জায়গা দখল করে চাষাবাদ শুরু করে দিয়েছিল বহু মানুষজন। ফলে বনদপ্তরের জায়গা ক্রমশ কমে আসছিল। এমনই চিত্র দেখা গিয়েছিল শালবনি ব্লকের ভীমপুর গ্রাম পঞ্চায়েতের তালডাঙ্গায়।

গত বছর যৌথ বন পরিচালন কমিটির সঙ্গে বৈঠক করে বনদপ্তর জানিয়ে দেয় দখলে থাকা ৫ হেক্টর জায়গা খালি করতে হবে। সেই জমি ব্যাবহার করবে বনদফতর৷ কিন্তু তারপরও সেই জায়গা দখল করে থাকা ব্যক্তিরা নতুন করে জমিতে চাষাবাদ শুরু করে, লাগানো হয়েছিল তিল। বর্ষার আগে এই বছর বনদফতর ফের গাছ লাগানোর প্রক্রিয়া শুরু করে৷তখনই সিদ্ধান্ত নিয়ে বনদফতরের জমিতে চাষ করা সেই ফসলের উপর বুলডোজার চালায় লালগড় রেঞ্জের বন কর্মীরা।

রেঞ্জের আধিকারিক লক্ষীকান্ত মাহাত বলেন, “বছরখানেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ওই জায়গায় চাষ না করার জন্য। নতুন করে গাছ লাগানো হবে। সেই মতো বুলডোজার দিয়ে তার কাজ শুরু হয়েছে।” বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “বন দফতরের জায়গা দখল করে যে সমস্ত এলাকায় চাষাবাদ শুরু করেছে, সমস্ত জায়গা পুনরুদ্ধার করা হবে এবং গাছ লাগানো হবে।”

Previous articleGhatal master plan: ঘাটাল মাস্টার প্ল্যানে প্রথমেই ভাঙ্গা পড়ছে পৌর প্রধানের দোতলা বাড়ি !
Next articleforest hunting: বনদপ্তরের বার্তা মেনেই রক্তপাতহীন শিকার উৎসব মেদিনীপুরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here