Home Medinipur Live Theft: চুরি করতে গিয়ে ধরা পড়লো গ্রামবাসীদের হাতে, বেঁধে মারধরের অভিযোগ, গ্রেফতার...

Theft: চুরি করতে গিয়ে ধরা পড়লো গ্রামবাসীদের হাতে, বেঁধে মারধরের অভিযোগ, গ্রেফতার তিন

41
0

Medinipurlive: চুরি করতে গিয়ে ধরা পড়লো গ্রামবাসীদের হাতে, বেঁধে মারধরের অভিযোগ, গ্রেফতার তিন।রাতের অন্ধকারে চুরি করতে গিয়ে তিনজন ধরা পড়লো গ্রামবাসীদের হাতে। তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে তিনজনকে।

বুধবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়। ঘটনাটি মেদিনীপুর সদরের ফুলপাহাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই তিন ব্যক্তি হলেন জয়ন্ত চালক (৩২), পিন্টু চালক (৪৫), সেক কালু (৩৩)। তাদের বাড়ি পাশের আমড়াতলা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই তিন ব্যক্তি ফুলপাহাড়ি এলাকায় কৃষি জমিতে থাকা সাবমার্সিবলের পাম্প চুরি করতে গিয়েছিল। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। ওখানেই তাদের দড়ি দিয়ে বেঁধে মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ। তাদের উদ্ধার করে নিয়ে আসে থানায়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেফতার করে‌।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শালবনী এবং গুড়গুড়িপাল থানায় এর আগেও চুরির ঘটনায় গ্রেফতার হয়েছিল জয়ন্ত চালক। এদিন মেদিনীপুর আদালতে তাদের তোলা হয়। ওই এলাকায় বিভিন্ন চুরির হদিস পেতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। জয়ন্ত এবং কালুকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Previous articleGHATAL FLOOD: ঘাটাল মাস্টার প্ল্যানের অপেক্ষা নয়,ঘাটালে স্কুল পড়ুয়াদের বন্যা ও বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ দিল NDRF
Next articleRamnavami: “রামনবমীর আখড়াতে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে লড়বো, শোভাযাত্রা নিয়ে বসবো থানার সামনে”-আগেই হুঁশিয়ারি দিলীপ ঘোষের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here