Home Ghatal Live Ghatal Hospital: চিকিত্সায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, উত্তেজনা ঘাটাল হাসপাতালে,সহমর্মিতা পুলিশের

Ghatal Hospital: চিকিত্সায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, উত্তেজনা ঘাটাল হাসপাতালে,সহমর্মিতা পুলিশের

61
0

ঘাটালঃ শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপতাল, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ব্যপক উত্তেজনা,মঙ্গলবার সাত সকালে শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল। ঘটনাস্থলে উপস্থিত ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী।

জানাযায় গত শুক্রবার প্রসবযন্ত্রণা নিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন ঘাটালের শিমুলিয়ার বাসিন্দা নিশা খাঁ, শনিবার সন্ধ্যে নাগাদ পুত্র সন্তানের জন্ম দেন নিশা। তারপর থেকে স্বাভাবিক ছিল শিশু,মঙ্গলবার সকালে চিকিৎসকের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় শিশুটি মারা গেছে। আর এতেই ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ঘাটাল থানার পুলিশ। পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশুর।

পরিবারের অভিযোগ- শিশুর পরিস্থিতি খারাপ বুঝে বারবার চিকিত্সক নার্সদের বলাতে ওরা আমাদের বারবার তিরস্কার করেছে । বের করে দিচ্ছে । আমরা কোনো পদক্ষেপ না নিয়ে বাচ্চাটাকে মেরে দিয়ে আমাদের বোঝানো হচ্ছে  শিশুটি গলায় দুধ আটকে মারা গিয়েছে । সেটা হলেও আগে পদক্ষেপ নেয়নি কেনো । শিশু নিয়ে আমাদের বলার সুযোগ পর্যন্ত দেয় নি । উল্টে অভিযোগ করতে আমাদের শাসানো হচ্ছে ডাক্তারদের পক্ষ থেকে।

উল্লেখ করা যায়, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সক নার্স আয়াদের দুর্ব্যবহার ও চিকিত্সার গাফিলতিতে রোগী মৃত্যু কান্ডের জের এখনও কাটেনি । ১৩ জন চিকিত্সক নার্সকে সাসপেন্ড করা হয়েছে । তারপর ফের চিকিত্সায় গাফলিতর অভিযোগে উত্তেজনা ঘাটাল সুপার স্পেসালিটি হাসপাতালে ।

তবে কিভাবে এই শিশুর  মৃত্যু হল তা এখনো পর্যন্ত চিকিৎসকের পক্ষ থেকে বা হাসপাতালের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Previous articleRoad accident: ডালা বোঝাই মাটি নিয়ে ঢালুতে নামতে গিয়ে উল্টালো ট্রাক্টর, চাপা পড়লেন চালক
Next articleHail storm: রাত হঠাৎ প্রবল শিলাবৃষ্টিতে তছনছ খড়গপুর আইআইটি চত্বর,এক্সপ্রেস ট্রেনের উপর ভেঙে পড়ল গাছ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here