Home Medinipur Live Madhyamik: সামনে হুটার ঐরাবত দিয়ে ভিআইপি পাহারা,পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো জঙ্গলমহলের ছাত্র-ছাত্রীরা

Madhyamik: সামনে হুটার ঐরাবত দিয়ে ভিআইপি পাহারা,পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো জঙ্গলমহলের ছাত্র-ছাত্রীরা

53
0

Chandra: পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা বড় অংশ হাতি উপদ্রুত এলাকা থেকে। জেলা জুড়ে ৯০ টির বেশি হাতি রয়েছে। সেই সমস্ত এলাকার ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে হাতি এড়িয়ে পৌঁছানোর জন্য বনদপ্তরের পক্ষ থেকে হুর্টার বাজিয়ে এসকর্ট করে পৌঁছে দেওয়া হল পরীক্ষা কেন্দ্রে। সোমবার সকাল থেকেই বনদপ্তরের কর্মীরা সেজেগুজে প্রস্তুত ছিলেন সেই কাজ সম্পন্ন করার জন্য। নির্বিঘ্নে সম্পন্ন হল সেই কাজ। অন্যদিকে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে সকাল থেকেই সংবর্ধনা দেওয়া হল পরীক্ষার্থীদের। উপস্থিত ছিলেন পৌর প্রধান সৌমেন খানসহ উপ পৌর প্রধান অনিমা সাহা।

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লক ছাড়াও গোয়ালতোড় ,গড়বেতা, চন্দ্রকোনা ,সালবনি এলাকাতে বেশ কিছু পরীক্ষা কেন্দ্র হাতি উপদ্রুত এলাকায় রয়েছে। এমন বড় ছটি পরীক্ষা কেন্দ্রে কয়েক হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য হাজির হয়েছে। এদের মধ্যে মেদিনীপুর সদর ব্লকে রয়েছে হাতি উপদ্রুত এলাকায় দুটি পরীক্ষা কেন্দ্র। শালবনীতে একটি পরীক্ষা কেন্দ্র। গড়বেতা ২ ব্লকে রয়েছে দুটি পরীক্ষা কেন্দ্র, কেশিয়াড়িতে একটি পরীক্ষা কেন্দ্র। মোট ছটি পরীক্ষা কেন্দ্র হাতি উপদ্রুত এলাকায় রয়েছে।

এই পরীক্ষা কেন্দ্র গুলিতে ছাত্র-ছাত্রীদের পৌঁছাতে বনদপ্তর ঐরাবত গাড়ি, সহ হুলা পার্টি প্রস্তুত রেখেছিল। জঙ্গলের ভেতরে সরু রাস্তা গুলি, যেগুলি দিয়ে বাইকে করে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারে বাঁসের ড্রপ গেট করে সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। বাঁশের বেরিকেড করে হাতির এলাকা থেকে ঘোরানো হয়েছে ছাত্র-ছাত্রীদের। প্রধান রাস্তাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা হাজির হতেই আগে থেকে জানিয়ে দেওয়া পদ্ধতি অনুসারে সকলকে একত্রিত করে বনদপ্তরের বিশেষ এসকর্ট টিম তাদের পৌঁছে দিল পরীক্ষা কেন্দ্রগুলিতে।

বনদপ্তরের চাঁদড়া রেঞ্জের রেঞ্জার সৈকত জানিয়েছেন -মেদিনীপুর ডিভিশনে ৯০ টি হাতি রয়েছে বিভিন্ন জায়গাতে। বহু হাতি ছড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গাতে। সেই সমস্ত স্থানগুলোতে আগে থেকেই প্রস্তুতি মতো বনদপ্তরের কর্মীরা ছাত্রছাত্রীদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছে ।

YouTube player

অন্যদিকে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে মেদিনীপুর পৌর এলাকায় থাকা প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রগুলিকে স্যানিটাইজ করা হয়েছে সকাল থেকে। এরপরে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতেই তাদের হাতে ফুল চকলেট পেন দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন পৌরকর্তারা। তবে একজন মাত্র ছাত্রী আগের দিন অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়াতে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেডে শুইয়ে পরীক্ষা গ্রহণ করার ব্যবস্থা করেছে শিক্ষা পর্ষদ।

Previous articleKeshpur : রাতে চোলাইয়ের গন্ধে গ্রামে ঢুকলো পুলিশ ,বাড়ি ছেড়ে পালালো কারবারিরা
Next articleMadhyamik : পরীক্ষার হলে ঢোকার মুখে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে আন্দোলনের “চিরকুট” ধরালো এসএফআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here