Home Medinipur Live Makarsankranti : ডিজে বাজানোতে বাধা দেওয়ায় পুলিশকেই মারধর, গ্রেপ্তার তিন, বাজেয়াপ্ত ডিজে

Makarsankranti : ডিজে বাজানোতে বাধা দেওয়ায় পুলিশকেই মারধর, গ্রেপ্তার তিন, বাজেয়াপ্ত ডিজে

67
0

কেশপুর: মকর সংক্রান্তি উপলক্ষে উচ্চস্বরে  ডিজে বক্সের শব্দ। বাধা দিতে গেলে পুলিশকে মারধর। ঘটনায় গ্রেপ্তার তিনজন। বাজেয়াপ্ত করা হয়েছে ডিজে বক্স সহ সমস্ত মেশিন। ঘটনাটি মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুর থানার গড়াভাগা গ্রামে।



মকর সংক্রান্তি উপলক্ষে মেতে উঠেছিলেন মানুষজন। আয়োজন হয়েছিল মেলার। সেখানে সকাল থেকে মাইক বাজলেও সন্ধ্যা হতেই দখল নেই মদ্যপরা। আয়োজন করে বড় বড় ডিজে বক্সের। যার শব্দে কান ঝালাপালা হয়ে যায় স্থানীয় মানুষজনের। অভিযোগ যায় আনন্দপুর থানায়। রাত ন’টা নাগাদ পুলিশ গিয়ে বন্ধ করার জন্য জানান। মেলা কমিটির লোকজন পুলিশের পক্ষে দাঁড়িয়ে বন্ধ করে দিয়েছিল। তার মধ্যেই বেশ কিছু মদ্যপ যুবক এসে ফের ডিজে চালায় উচ্চস্বরে।



ফের পুলিশ বাধা দিলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। মারধরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে ডিজে বক্স সহ সমস্ত মেশিন বাজেয়াপ্ত করে নিয়ে আসে থানায়।
https://www.facebook.com/reel/1674365223112671

পুলিশ জানিয়েছে গ্রেফতার হওয়া তিন যুবক হলেন সুকুমার চৌরা, দীপঙ্কর চৌরা, গণেশ মিদ্যা। বাড়ি বড়াভাগা গ্রামে। তিনজনকেই বুধবার মেদিনীপুর আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




উল্লেখ্য, এর আগেও গুড়গুড়িপাল ও কোতোয়ালি থানা এলাকায় ডিজে বক্সের প্রতিযোগিতা হয়েছে। যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছিল জনমানসে। গুড়গুড়িপাল এলাকায় ডিজে প্রতিযোগিতা দেখতে আসার পথে দুর্ঘটনায় শালবনী এলাকার এক যুবকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

Previous articleCID Investigation : কি ঘটেছিল অপারেশনের দিন ? CIDকে জানালো পরিবারের লোকেরা
Next articleRL saline: মেদিনীপুর হাসপাতালে ফের সেই বিষাক্ত স্যালাইন ! হাসপাতাল সুপার এর রুমে তুমুল বিক্ষোভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here