Home Ghatal Live Chandrakona : শখের কাকাতুয়াকে বাঁচাতে পুকুরের জলে ঝাঁপ যুবকের, যুবককে খুঁজতে এল...

Chandrakona : শখের কাকাতুয়াকে বাঁচাতে পুকুরের জলে ঝাঁপ যুবকের, যুবককে খুঁজতে এল NDRF

69
0

Chandrakona: দুটি কাকাতুয়া পাখি পুষে ছিলেন যুবক ৷ বাড়িতে তাদের নিয়ে মেতে থাকতেন ৷ মাঝে মধ্যে খাঁচা থেকে তাদের বের করে স্নানও করাতেন আদর করে৷ তেমনই স্নান করাচ্ছিলেন বৃহস্পতিবার ৷ ওই সময় হটাত্ একটি পাখি খাঁচা থেকে বের হতেই উড়ে পুকুরের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ বাড়ির সামনে থাকা বিশাল পুকুরের ওপর দিয়ে উড়ে যেতে গিয়ে পাখিটি জলে পড়ে যায় ৷ তাকে বাঁচাতে দ্রুত পুকুর পাড়ে পোশাক খুলে ঝাঁপ দেন যুবক ৷ কিন্তু সেখানে পৌঁছে আর সাঁতার দিতে পারেন নি মাঝ পুকুরে ৷ জলে ডুবে যায় সে ৷ স্থানীয়রা নেমে উদ্ধারে ব্যার্থ হয়ে প্রশাসনে খবর দিলে রাতে এনডিআরএফ এর দল তার দেহ উদ্ধার করে ৷ প্রথামিক ভাবে স্থানীয়রা জানিয়েছেন- যুবক মদ্যপ অবস্থায় থাকায় এই ঘটনা ৷



এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার জাড়া গ্ৰামের রুই দাসপাড়া এলাকায়। জানা যায় শ্রীরাম রুইদাস নামের বছর ৩৫ এর যুবক বাড়ীতে পুষে ছিলেন ২ কাকাতুয়া। সকালে  বাড়ির পাশের একটি পুকুরে ওই কাকাতুয়া পাখি দুটিকে  স্নান করাতে নিয়ে এলে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল তার একটি কাকাতুয়া৷ সেই পাখিকে বাঁচাতে গিয়ে পরনে থাকা জিনিসপত্র বাড়ির সামনে পুকুরের পাড়ে খুলে রেখে ঝাঁপ দেয় পুকুরের জলে।


কাকাতুয়ার পেছন পেছন পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ের কাছাকাছি জায়গায় গিয়ে সে জলে হাবডুবু খেতে থাকে ৷ পাড়া-প্রতিবেশী লোকজন দেখেন জলে সে হাবুডুবু খাচ্ছে। তাকে বাঁচানোর জন্য পাড়ার লোকজন এগিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কিন্তু তাকেও তাতে পাওয়া যায় না। অবশেষে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও ডুবুরিদের৷




তারা এসে এই নিখোঁজ যুবকের খোঁজ শুরু করে। দিনভর খোঁজার পরে রাতের দিকে তাঁর নিথর দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী এনডিআরএফ বাহিনী৷ স্থানীয় বাসিন্দারা মনে করছেন- ওই যুবক নেশা করতো প্রায়শই ৷ তার কারনেই হয়তো পুকুরে ডুবে মারা যাওয়ার ঘটনা ৷ তবে তার পুকুরে পড়ে যাওয়া পাখিটিরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন।

Previous articleICDS Centre : শীতের সকালে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে কাঁপছিল শীতবস্ত্রহীন দুই শিশু, দোকান খুলিয়ে পোশাক কিনে এনে পরালেন মহকুমা শাসক
Next articleMedinipur Medical: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তাল মেদিনীপুর মেডিকেল, তদন্তে আসছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ১৩ সদস্যের দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here