Home Medinipur Live Midnapore : চুপিসারে রাস্তা দখল করে একাধিক দোকান মেদিনীপুরে ! পুলিশকে দাঁড়...

Midnapore : চুপিসারে রাস্তা দখল করে একাধিক দোকান মেদিনীপুরে ! পুলিশকে দাঁড় করিয়ে খুলে ফেলে দিল পৌরসভা। শুরুতেই রুদ্র রূপ৷

60
0

Midnapore : ঘটনা মেদিনীপুর পৌরসভার দুটি স্থানে ঘটেছে শুক্রবার দুপুরের পর। প্রথম ঘটনাটি দেখা গিয়েছে মেদিনীপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের নান্নুর চক সংলগ্ন এলাকায়। নান্নুর চক থেকে যে রাস্তাটি পানীয় জলের রিজার্ভার  ঘেঁষে মিয়াবাজার গিয়েছে, সেই রাস্তার দুই পাশের ফুটপাত ও মহানালার উপরের স্থান দখল করে বেশ কিছু দোকান তৈরি হয়েছিল সম্প্রতি। প্রথমে বাঁশ ও লাঠি দিয়ে ত্রিপল এর ছাউনি তৈরি করা হয়। সেখানে কয়েকদিন ব্যবসা করার পর ধীরে ধীরে সেটা পাকাপোক্তভাবে মজবুত তৈরি করা হচ্ছিল। এমন মজবুত গুমটি ও চপের দোকান ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছিল সেখানে। তারপরে নতুন করে বেশ কিছু ত্রিপল এর ছাউনি তৈরি হচ্ছিল। তখনই খবর পায় মেদিনীপুর পৌরসভা।



শুক্রবার দুপুরে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ পৌরসভার বিভিন্ন আধিকারিকরা সেখানে ছুটে যায়। হাজির হয় কোতোয়ালি থানার পুলিশও। পরপর চারটি দোকান যারা অবৈধভাবে মহানালার ওপর ও রাস্তার ফুটপাত দখল করে তৈরি হয়েছে তাদের কাছে জবাবদিহি করেন পৌরপ্রধান। সদুত্তর না দেওয়াতে পরপর সমস্ত দোকান খুলে সরিয়ে দেওয়া হয়। কয়েকটি দোকানকে পৌর প্রধান নিজে দাঁড়িয়ে থেকে দোকানের মালিককে খুলতে নির্দেশ দেন। প্রতিটি দোকানদার জানান একে অপরের দেখেই তারা এভাবে বসছিল। পৌর প্রধান এদিন কড়া হুঁশিয়ারি দিয়ে সেখান থেকে অন্যত্র রওনা দেন।



একইভাবে মেদিনীপুর পৌর এলাকার বার্জ টাউন সংলগ্ন এলাকার বিএড কলেজের উল্টো দিকে মহানালার উপর তৈরি হয়েছিল অবৈধভাবে একটি ক্লাব ঘর। রাস্তার সামনের দিকের অংশ টিনের প্রাচীর দিয়ে ঘিরে ভেতরে আড়ালে লুকিয়ে একটি পাকার ক্লাব ঘর তৈরি করে নেওয়া হয়েছিল। ফলে রাস্তা দিয়ে প্রতিনিয়ত লোকজন যাতায়াত করলেও কেউই বুঝতে পারেনি যে মহানালার উপর অবৈধভাবে একটি বড় পাকার ক্লাব ঘর তৈরি হয়ে গিয়েছে। স্থানীয় কাউন্সিলর গোলক বিহারী মাঝির বাড়ি সংলগ্ন এলাকাতেই, তার চোখের সামনে এই অবৈধ নির্মাণ হয়েছিল। বিষয়টি গত দুদিন আগে সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসে। তারপরেই মেদিনীপুর পৌর কর্তৃপক্ষের টনক নড়ে। শুক্রবার দুপুরে সেখানেও ছুটে যান মেদিনীপুর পৌরসভার আধিকারিক ও পৌর প্রধান। ক্লাবের লোকজনকে দ্রুত সেখানে ডেকে পৌর প্রধান হুঁশিয়ারি দিয়ে ২৪ ঘন্টার টাইম দেন। ২৪ ঘন্টার মধ্যে ক্লাব কর্তৃপক্ষ সেই ক্লাব ভেঙে সরিয়ে না নিলে পৌরসভার মেশিন এনে তা ভেঙ্গে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেন। সেই সঙ্গে উদাসীন থাকা স্থানীয় কাউন্সিলর গোলকবিহারী মাঝিকেও এই ক্লাবকে সরানোর বিষয়ে তৎপর হওয়ার পরামর্শ দেয় পৌরসভা।




উল্লেখ করা যায়, মেদিনীপুর পৌর এলাকা তথা মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তার পাশে স্থানীয় কাউন্সিলর ও বিভিন্ন জনপ্রতিনিধিদের দুর্বলতার সুযোগ গ্রহণ করে বহু অসাধু ব্যক্তিরা প্রতিনিয়ত ফুটপাথ দখল করে চলেছেন। অস্থায়ীভাবে কয়েকদিন বসার পর সেই স্থানে পাকাপাকিভাবে নির্মাণ তৈরি করে কাউকে বিক্রি করে দেওয়া হয়, না হলে নিজেই পাকাপাকি দোকান তৈরি করে নেন। এই ঘটনায় বহু কাউন্সিলর সরাসরি বা পরোক্ষভাবে জড়িত বলেও বারবার অভিযোগ করেছে বিজেপি। এই সমস্ত দোকানদার টা কিছুদিন বসার পর তাদের উচ্ছেদ করতে গেলে সত্ব দাবি করে বসেন। তাদের উচ্ছেদ করতে গেলে পুনর্বাসন দাবি করেন তারা। মেদিনীপুর কলেজ স্কোয়ারে এমনই অবৈধ দোকান উচ্ছেদ করার অভিজ্ঞতা মাথায় রেখে শুক্রবার তাই কড়া হাতে সকলকে উচ্ছেদ করে দেয় মেদিনীপুর পৌরসভা। কোনরকম নমনীয়তা দেখানো হবে না বলে পৌর প্রধান সৌমেন খান জানিয়ে দেন।

#Medinipur, #Midnapore,#মেদিনীপুরের খবর, #Midnapore Municipality,

Previous articleMedinipur Live : শোলে সিনেমার কায়দাতে গভীর রতে মেদিনীপুরে জল ট্যাঙ্কের মাথায় যুবক,গভীর রাতে নাজেহাল দমকল
Next articleElephant attack : রাজ্য সড়ক আটকে দাঁতাল বাহিনী,ফের হাতির হানায় মৃত্যু বৃদ্ধের,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here