Home Kharagpur Live Banglarbari:বাংলা আবাসের টাকা ছিনতাই,২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার চোর,চাঞ্চল্য ডেবরায়

Banglarbari:বাংলা আবাসের টাকা ছিনতাই,২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার চোর,চাঞ্চল্য ডেবরায়

90
0

ডেবরা : বাংলার বাড়ি প্রকল্পের টাকা ব্যাংক থেকে তুলে ফেরার সময় ছিনতাই এর ঘটনা। বাইকে করে পেছন থেকে এসে বৃদ্ধের কাছে ছিনতাই করে নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম পর্বের পঞ্চাশ হাজার টাকাই ছিনিয়ে ছিল তারা। বিষয়টি থানাতে জানাতেই পুলিশ পদক্ষেপ নেওয়া শুরু করে। ২৪ ঘন্টার মধ্যেই এক যুবককে গ্রেফতার করে ফেলে পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাহাদুরপুর এলাকার বাসিন্দা সেখ সুবেদ আলি।বৃহস্পতিবার দুপুরে গোলগ্রামের একটি ব্যাংক থেকে বাংলার বাড়ী প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকার মধ্যে ৫০ হাজার টাকা তুলেছিলেন। টাকা তুলে সাইকেলে বাড়ী ফিরছিলেন। ব্যাংক থেকে বেরিয়ে কিছুটা নির্জন এলাকাতে আসতেই তার ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। যারা ব্যাংক থেকে ফলো করছিল ওই বৃদ্ধকে।

সুবেদ আলি জানান- টাকা নিয়ে রাস্তায় বের হয়ে ফাঁকে সাইকেল চালিয়ে আসার সময় দুষ্কৃতীরা পেছন থেকে বাইকে করে এসে ছিনতাই করে পালায়।তারপরেই বিকেলে ডেবরা থানায় অভিযোগ দায়ের করে ওই ব্যাক্তি। অভিযোগ পাওয়ার পর শুক্রবার সারাদিন রাত তল্লাশি চালিয়ে মধ্যরাতে চোরকে গ্রেফতার করে পুলিশ।এই খবর পাওয়ার পর সুবেদ আলি ডেবরা থানার৷ ওসি এবং তার টিমকে ধন্যবাদ জানিয়েছে ওই ব্যাক্তি

Previous articleParyatan : রেকর্ড ভাঙল গোপগড় ইকোপার্ক ! সর্বকালের রেকর্ড টিকিট বিক্রি বড়দিনে !
Next articleAccident:বেপরোয়া বাইক সোজা গিয়ে ঢুকলো লরির চাকায়, পিষ্ট আরোহী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here