Home Medinipur Live Accident: গুড়গুড়িপালে ডিজে বক্সের প্রতিযোগিতা দেখতে আসার পথে দুর্ঘটনা, মৃত্যু শালবনীর যুবকের,...

Accident: গুড়গুড়িপালে ডিজে বক্সের প্রতিযোগিতা দেখতে আসার পথে দুর্ঘটনা, মৃত্যু শালবনীর যুবকের, আহত আরো ২

119
0

GurGuripl: বড়দিন উপলক্ষে ডিজে মাইকের প্রতিযোগিতার আয়োজন করেছিল কিছু যুবক। সেই খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন এলাকায়। দূরদূরান্ত থেকে অতি উৎসাহিত যুবকরা তা দেখতে ভিড় জমান সকাল থেকে। কিছুক্ষণ প্রতিযোগিতা চললেও পরে পুলিশ গিয়ে তা হটিয়ে দেয়। পরে কৃষি জমির পাশে থাকা ফাঁকা জায়গায় পৃথক ভাবে বাজতে থাকে ডিজে বক্স। আর তা দেখতে আসার পথেই দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত আরো দুজন।



ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেদিনীপুর সদরের জামশোল এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বিক্রম মহাদণ্ড (২৫)। বাড়ি শালবনী থানার কুতুরিয়া গ্রামে। আহতরা হলেন সৌরভ দোলই (২৩), নাসিমুল সর্দার (২৩)। সৌরভের বাড়ি শালবনীর কুতুরিয়া গ্রামে, নাসিমুলের কোতোয়ালী থানার হাতিহলকাতে।



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেদিনীপুর থেকে একটি বাইকে দুই যুবক গুড়গুড়িপালের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আরেক বাইক আরোহী আসছিলেন। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুই বাইকের তিনজন। খবর যায় গুড়গুড়িপাল থানায়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসকরা বিক্রম মহাদণ্ডকে মৃত বলে ঘোষণা করেন।




হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নাসিমুল সর্দারের শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক। তবে সুস্থ রয়েছে সৌরভ দোলই। বিক্রমের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যেবেলা বিক্রম ও সৌরভ একটি বাইকে করে গুড়গুড়িপাল থানার লোহাটিকরি যেতেছিল মাইকের প্রতিযোগিতা দেখতে। আর তখনই এই দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া।

Previous articleSanta: দুই শিক্ষকের মজার কান্ড বড়দিনের রাতে! শান্তা সেজে কি করলেন মেদিনীপুরে !
Next articleJune Malia: ইংরেজদের তৈরি করা জিনিসের শতবর্ষ পালন মেদিনীপুরে, কেক কাটলেন জুন মালিয়া,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here