Home Ghatal Live Ghatal: বালি চুরির সময় একাধিক টলি আটক পুলিশের, রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভকারীরা...

Ghatal: বালি চুরির সময় একাধিক টলি আটক পুলিশের, রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভকারীরা বলল পুলিশের বাড়িতে চুরি করব এবার

118
0

দাসপুর: নদী থেকে অবাধে চলছিল বালি তোলার কাজ। পুলিশ অভিযান চালিয়ে বালি বোঝায় কয়েকটি টলি আটক করে পুলিশ, আর এতেই ক্ষিপ্ত হয়ে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে দিল বেশ কিছু টলি চালকেরা। সোমবার দীর্ঘক্ষণ রাস্তার ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বহু টলি চালক। তাদের দাবি-গত মঙ্গলবার থেকে টলি আটক করা হয়েছে। কিছুতেই ছাড়ছে না পুলিশ। আমাদের টলি না ছাড়লে আমাদের রোজকারের ব্যবস্থা করে দিক। না হলে পুলিশের বাড়িতে চুরি করবো আমরা।

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর ব্রিজ এলাকায়। জানাযায় রাজনগর এলাকায় নদী থেকে অবাধে তোলা হচ্ছিল বালি। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বালি বোঝায় ইঞ্জিন টলি সহ বেশ কয়েকটি টলি পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। পুলিশকে দেখে চম্পট দেয় বালি তোলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। গত মঙ্গলবার থেকে আটক করা টলি ছাড়েনি পুলিশ।এতেই ক্ষিপ্ত হয়ে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর ব্রিজ এলাকায় টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে টলি চালকেরা।

টলি চালকদের এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। টলি চালকদের দাবি -অবিলম্বে তাদের টলি ফিরিয়ে দেওয়া হোক, কোন কোন টলিচালক বলছেন বালি তুলেই আমাদের সংসার চলে, আবার কোন কোন চালক বলছেন এই টলি চালিয়েই আমাদের জীবনযাপন চলে। টলি ফিরিয়ে না দিলে আমাদের পরিবারকে খাওয়ানোর ব্যবস্থা করুন। না হলে পুলিশের বাড়িতে চুরি করবো। তবে ঘটনা যাই হোক নদী থেকে বালি তোলার কাজ যে তারা করেন তা স্বীকার করেছেন।

Previous articleToto ban: বেহিসাবি টোটো বন্ধ করতে নির্দেশ এল ! বাঁচতে মেদিনীপুরে টুকরো টুকরো হল টোটো ইউনিয়ন
Next articleDaspur : দাসপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে টিকটিকি! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ গ্রামবাসীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here