Home Medinipur Live Primary Teacher:সামনের সপ্তাহেই প্রধান শিক্ষক নিয়োগের নোটিফিকেশন,কারা নিয়োগ পাবেন? খুঁটিনাটি নিয়ম জানালেন...

Primary Teacher:সামনের সপ্তাহেই প্রধান শিক্ষক নিয়োগের নোটিফিকেশন,কারা নিয়োগ পাবেন? খুঁটিনাটি নিয়ম জানালেন প্রাথমিকের চেয়ারম্যান

158
0

মেদিনীপুর: প্রস্তুতি শেষ পর্যায়ে, সবকিছু ঠিকঠাক থাকলে সামনের সপ্তাহেই পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় গুলিতে প্রধান শিক্ষক নিয়োগের নোটিফিকেশন জারি করা হচ্ছে। সমস্ত চক্রের বিদ্যালয়ে পরিদর্শকের কাছে “vacancy list” সংগ্রহ করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এরপরে কিভাবে নিয়োগ হবে, বিদ্যালয়ে নিয়োগ হতে কি কি ক্রাইটেরিয়া লাগবে, পরীক্ষা দিতে হবে কিনা? সবটাই জানালেন জেলা প্রাথমিক শিক্ষার সংসদের চেয়ারম্যান অনিমেষ দে।



রবিবার ছুটির দিনে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একাধিক কর্মসূচি ছিল তার জেলা জুড়ে। কোথাও প্রাথমিক শিক্ষক সংগঠনের সাধারণ সভা, কোথাও সংবর্ধনা সভা, কোথাও শিক্ষকদের নিয়ে পৃথক কোন কর্মসূচি। সারাদিন এমন একাধিক কর্মসূচি সারার পর কয়েক বছর ধরে অপেক্ষায় থাকা বিষয় নিয়ে বিস্তারিত জানালেন। জানালেন প্রধান শিক্ষক নিয়োগের জন্য তোড়জোড় শেষ পর্যায়ের, সামনের সপ্তাহেই নোটিফিকেশন জারি হচ্ছে।

YouTube player

চেয়ারম্যান বলেন,-” সামনের সপ্তাহে নোটিফিকেশন জারি করে দেওয়া হবে। ইতিমধ্যেই সমস্ত চক্রের এসআই দের কাছে ভ্যাকান্সি তালিকা চেয়ে পাঠানো হয়েছে। আশা করছি এক দুই দিনে পেয়ে যাব। তারপরেই সেই তালিকা অনুসারে নোটিফিকেশন প্রস্তুত রয়েছে। নোটিফিকেশনের পরেই প্রধান শিক্ষক হতে ইচ্ছুক শিক্ষক শিক্ষিকা অফ অফলাইনে আবেদন করবেন সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকের কাছে। এজন্য যোগ্যতামান তো থাকছেই, সেই সাথে পরীক্ষার ব্যবস্থাও থাকছে। “


চেয়ারম্যান আরো জানিয়েছেন-” কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেই প্রধান শিক্ষক হওয়ার আবেদন করতে পারবেন। একটি বিদ্যালয় থেকে একাধিক শিক্ষক শিক্ষিকা আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে তাঁরা নিজেরা নিজেদের মধ্যে সমঝোতা করে নির্দিষ্ট কাউকে সেই বিদ্যালয়ের জন্য বেছে নিতে পারলে খুবই ভালো। অন্যথায়, প্রাথমিক শিক্ষা সংসদের প্রশাসনিক আধিকারিকদের পদ্ধতি অনুসারে বেছে নিতে হবে। বিদ্যালয়গুলিতে দীর্ঘ বছর ধরে দায়িত্বে থেকে কাজ করেছেন এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে প্রশাসনিক প্রয়োজনে ব্যতিক্রমী ঘটনাও ঘটতে পারে। আবেদনপত্র স্কুর্টনি করা হবে সরকারি নিয়মে আধিকারিকদের দ্বারা। এরপর সমস্ত কিছু ঠিকঠাক থাকলে মৌখিক পরীক্ষার ব্যবস্থা হবে। সেটাও সরকারি নিয়মে পদ্ধতি অবলম্বন করেই সম্পন্ন করা হবে। নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার চূড়ান্ত চেষ্টা রয়েছে।”




দীর্ঘ বছর ধরে প্রধান শিক্ষক নিয়োগ না হওয়াতে বহু শিক্ষক-শিক্ষিকা প্রধান শিক্ষক হওয়ার দৌড়ে রয়েছেন। সেক্ষেত্রে একটি বিদ্যালয়ের জন্য একাধিক শিক্ষক-শিক্ষিকা প্রধান শিক্ষক হওয়ার দাবিদার হতেই পারেন। তাদের জন্যও রাস্তা খোলা থাকছে বলেও জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে। তিনি বলেন-” যারা প্রথম পর্যায়ে হতে পারলেন না, তাদের চিন্তার কিছু নেই। আমরা প্রতিবছর না হলেও অন্তত দুবছর ছাড়া হলেও প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল করব। এবার আর জটিলতা থাকছে না। তাই যারা প্রথম পর্যায়ে হতে পারলেন না পরবর্তী পর্যায়ের জন্য তারা থাকছেন।”

Previous articleSalboni : ইংরেজরা বসিয়েছিল গ্রাম, বর্তমান প্রতিরক্ষা মন্ত্রক দিল উচ্ছেদের নোটিশ,ঘুম উড়েছে ৩০০ পরিবারের
Next articleBangladesh: আন্তর্জাতিক উরুষ উৎসবে এবার বাংলাদেশের পুন্যার্থীদের ট্রেনে নিষেধাজ্ঞা, স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠালো বিজেপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here