Home Entertainment Live Allu Arjun Update: “পুষ্পা ২” ফিল্মের নায়ক আল্লু অর্জুন গ্রেফতার, বাড়ি থেকেই...

Allu Arjun Update: “পুষ্পা ২” ফিল্মের নায়ক আল্লু অর্জুন গ্রেফতার, বাড়ি থেকেই গ্রেফতার করলো পুলিশ

94
0

MEDINIPUR LIVE : “পুষ্পা ২” ফিল্ম এর প্রিমিয়ারে পুলিশকে তথ্য না দিয়েই হাজির হয়ে গিয়েছিলেন ছবির নায়ক আল্লু অর্জুন। তাকে দেখতে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ হারিয়েছিল। আল্লু অর্জুনের উপস্থিতি ও কত মানুষের উপস্থিতি হতে পারে সে বিষয়ে পুলিশের আগে থেকে খবর না থাকায় ভীড় পুলিশের নিয়ন্ত্রণ হারিয়েছিল। সেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলা ভক্তের। গুরুতর আহত হয়েছিলেন মহিলার দুই ছেলে। সেই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল স্থানীয় চিকড়পল্লী থানাতে। সেই মামলাতেই হায়দ্রাবাদ পুলিশ গ্রেপ্তার করেছে আল্লু অর্জুনকে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ। সূত্রের খবর-যে মামলায় গ্রেফতার করা হয়েছে, তাতে কমপক্ষে তিন দিন তাকে পুলিশ হেফাজতে থাকতে হতে পারে। আপাতত ঘটনায় দেশজুড়ে ভক্তদের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়েছে ৷ কারন এই ছবিতে দুদিন আগেই ১০৬২ কোটি আয় করার রেকর্ড তৈরী হয়েছে বিশ্বজুড়ে ৷

উল্লেখ করা যায়, গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারের আয়োজন হয়েছিল হায়দ্রাবাদের সন্ধ্যা সিনেমা হলে। সেখানে আগে থেকেই বহু ভক্ত সিনেমা হলে ঢুকে পড়েছিলেন সিনেমা দেখার জন্য। সেই হলেতেই প্রিমিয়ারে হাজির হয়ে গিয়েছিলেন আল্লু অর্জুন নিজেও। আল্লু আর্জুনের উপস্থিতির কথা শুনে বিশাল ভিড় বেড়ে যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের কাছে খবর ছিলনা আল্লু অর্জুন নিজেও সেখানে আসবে বলে। আয়োজকদের পক্ষ থেকেও জানানো হয়নি আগে থেকে বিষয়টি। ফলে পুলিশের তেমন প্রস্তুতি না থাকায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই ভিড়েই পদপিষ্ট হয়ে যান স্থানীয় বাসিন্দা বছর ৩৬ এর মহিলা রেবতী দেবী ও তার দুই সন্তান।


তাদের উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলেও রেবতী দেবীকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে তার দুই ছেলে চিকিৎসাধীন এখনো। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় অব্যবস্থার অবিযোগ করে। হায়দ্রাবাদ পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে আল্লু অর্জুনের বিরুদ্ধেও মামলা করে। তবে তার মধ্যেই, আল্লু অর্জুন এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।


এক্স হ্যান্ডালে নিজে ভিডিও বার্তাতে জানিয়েছিলেন-” মৃতের পরিবারকে আপাতত ২৫ লক্ষ টাকা সহায়তা করা হচ্ছে। আহতদের চিকিৎসার যাবতীয় খরচ আমি করব। সারা জীবন ওদের যত সহযোগিতা লাগে আমি দেব।” আল্লু অর্জুনের এই প্রতিক্রিয়াতে ভক্তরা অবশ্য অনেকটাই খুশি হয়েছিলেন। মন গলেছিল অনেকেরই। কিন্তু পুলিশের মামলা থেমে থাকেনি। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ তার বাড়িতে হঠাৎ এই মামলার জেরে পুলিশ হাজির হয়ে যায়। এই ঘটনাতে মামলা ছিল হায়দ্রাবাদের চিকড়পল্লী পুলিশ থানাতে।



সেই থানার পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করে নায়ক আল্লু অর্জুনকে।নিয়ে আসা হয় আল্লু অর্জুনকে থানায়। তবে তার আগেই আল্লু অর্জুনের আইনজীবী ম্যাজিস্ট্রেটের কাছে আগাম জামিনের আবেদন করে দিয়েছেন। সূত্রের খবর-আইনজীবীর আবেদনের যথাযথ বিচারে বিচারক যদি জামিন মঞ্জুর না করেন, তাহলে আগামী তিনদিন লকাপেই হেফাজতে থাকতে হতে পারে আল্লু অর্জুন তথা পুষ্পা ছবির এই নায়ককে।তবে গ্রেফতারের পরে আল্লু-কে পুলিশের পক্ষ থেকে নিয়ম অনুসারে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল গান্ধী হাসপাতালে৷ সেখানেও বিশাল ভিড় তৈরী হয়ে যায় রোগীদের ৷ ঘটনাতে ভক্তদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া তৈরী হয়েছে ৷ অনেকে মনে করছেন এতে- ছবিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ৷

#Alluarjunarrest, #Alluarjun, #Alluarjunupdate,#Pushpa2update,#Pushpa2income,

Previous articlePushpa 2 : ভারতের দ্রুততম আয় যোগ্য ফিল্ম “পুষ্পা ২”, ছ-দিনেই বিশ্বব্যাপী আয় ১০৬২ কোটি
Next articleMedinipurlive: জঙ্গলমহলের স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ হাজির জেলাশাসক, নজর রেজিস্টারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here