Home Medinipur Live Road accident : পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির, বেহাল রাস্তাকেই দুষে ক্ষোভ...

Road accident : পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির, বেহাল রাস্তাকেই দুষে ক্ষোভ গুড়গুড়িপালে

114
0

গুড়গুড়িপাল: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর সদরের গুড়গুড়িপালে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ললিনী দোলই। বাড়ি ঝাড়গ্রামের বেধাকলাপাল ৷পুলিশ দেহ উদ্ধার করেছে ৷ প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া শুরু করেছে পুলিশ ৷ তবে এর জন্য বেহার রাস্তাকেই দুষছেন অনেকে ৷



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি এনায়েতপুরের দিক থেকে হেঁটে গুড়গুড়িপালের দিকে আসছিল। সেই সময় মেদিনীপুর থেকে ধেড়ুয়ার দিকে একটি চারচাকার প্রাইভেট গাড়ি যাওয়ার সময় তাকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাস্তার উপরেই।



খবর যায় গুড়গুড়িপাল থানায়। পুলিশ এসে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ধাক্কা মেরে গাড়ি ফেরার হয়ে যায়। যদিও গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ। খারাপ রাস্তার জন্যই দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, রাস্তা তৈরির পর থেকেই পিচ উঠে যাচ্ছিল। কোনরকমে প্রলেপ দিয়ে তা আটকে রেখেছিল। বছর ঘুরতেই বেহাল দশা কয়েক কোটি টাকা দিয়ে নির্মাণ করা সড়কের। নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে।




মোটর বাইক নিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমানসে। মেদিনীপুর সদরের জামশোল থেকে ধেড়ুয়া পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ হয়েছিল, যা দু’বছর অতিক্রান্ত হয়নি। তার মধ্যেই রাস্তা থেকে পিচ উঠে গিয়েছে বিভিন্ন স্থানে। মোটর বাইক নিয়ে যাতায়াত করতে নাজেহাল অবস্থা আরোহীদের। রাস্তার খারাপ অংশ বাঁচাতে গিয়ে গাড়ি নেমে যাচ্ছে ফুটপাতে। আর তখনই ঘটছে দুর্ঘটনা। গুড়গুড়িপালের দুর্ঘটনায় মৃত্যুর খবর ওই ব্যক্তির বাড়িতে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। তবে অনেকেই বলছেন, নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। যে কারণে পথভ্রষ্ট হয়ে বাড়ি না গিয়ে গুড়গুড়িপালের দিকে চলে গিয়েছিলেন।

Previous articleEmployment News : কর্মী নিয়োগের বড়ো বিজ্ঞপ্তি বিডিও অফিস থেকে, কর্মসংস্থানের বড় সুযোগ কেশপুরে
Next articleBanglar Bari : “বাংলার বাড়ি” পাচ্ছেন কারা, সুপার চেকিং-এ হঠাৎ বসতিতে জেলাশাসক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here