Home Medinipur Live Fishing :রাত জেগে ছিপে মাছ ধরার প্রতিযোগিতা মেদিনীপুরে, বড় মাছ ধরে জিতল...

Fishing :রাত জেগে ছিপে মাছ ধরার প্রতিযোগিতা মেদিনীপুরে, বড় মাছ ধরে জিতল লক্ষ টাকা পুরস্কার

114
0

মেদিনীপুর: দিবারাত্রি ছিপে মাছ ধরার মৎস্য শিকার প্রতিযোগিতা আয়োজন হল মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরের জেল পুকুরে এই মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শনিবার বিকেল থেকে আয়োজিত এই ২৪ ঘন্টার মাছ ধরার প্রতিযোগিতা শেষ হলো রবিবার বিকেলে। রাত জেগে আলো জ্বালিয়ে ৪০ জন শিকারি মাছ ধরলেন। বড় কাতলা মাছ ধরে শিকারীরা জিতে নিলেন পুরস্কার। তাদের অনুষ্ঠান করে সম্মানিত করলেন আয়োজকরা।



মেদিনীপুর শহরের বেশ কিছু বড় পুকুর ও দিঘী রয়েছে যেখানে পুকুর মালিকেরা প্রায়শই ছিপে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। কিন্তু সেটা যে রাত জেগেও ছিপে মাছ ধরা হবে সেটা সকলে জানেন না। এই শীতের কুয়াশা ভেজা রাতে মেদিনীপুর শহরের জেল পুকুরে রাতেও ছিপে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন হয়েছিল।


৪০ জন শিকারি মোটা টাকা খরচ করে টিকিট কেটে এই মাছ ধরার প্রতিযোগিতাতে অংশ নিয়েছিলেন। অনেকেই বিভিন্ন রকমের বড় মাছ ধরে ফেলেছেন। সবথেকে বড় কাতলা প্রায় ৭ কেজি মাছ যিনি ধরেছেন তাকে মোটা টাকার (এক লক্ষ টাকার) চেক দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে আরও বিভিন্ন রকমের পুরস্কার। সর্বনিম্ন পুরষ্কার ছিল ১৫ হাজার টাকা ৷

এই প্রতিযোগিতা শেষে রবিবার বিকেলে জেল পুকুর মাঠ সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত হয়েছিলেন আয়োজকরা ছাড়াও কাউন্সিলর মিতালী ব্যানার্জি পৌরপ্রধান সৌমেন খান ও অন্যান্যরা। প্রতিযোগিতা পুরস্কারের চেক ও বিভিন্ন রকম জিনিসপত্র তুলে দেন তারাই। সৌমেন খান জানান-“এই ধরনের এত বড় আয়োজন হয়েছে জানা ছিল না। পরবর্তীকালে এই ধরনের আয়োজন যদি হয় আমরা প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। পুকুরে আলোকিতকরণ সহ যা যা প্রয়োজন পরিকাঠামো দরকার আমরা সহযোগিতা করব”। 


আয়োজকরা জানিয়েছেন এবার টিকিটের দাম রাখা হয়েছিল ১০ হাজার টাকা ৷ তাদের প্রত্যেককে নানা রকমের পুরষ্কার দেওয়া হয়েছে ৷ আগামী দিনে আরও বড়োকরে আয়োজন করা হবে ৷

Previous articlepollution : মেটালিকস কারখানা দূষণ ছড়াচ্ছে, দূষণে আক্রান্ত রোগীদের নিয়ে আন্দোলনের উদ্যোগ খড়গপুরে
Next articleMedinipur : “জুন দি-র সাথে ব্যাক্তিগত কোনো বিরোধ নেই আমার”,বললেন জয়ী সুজয় হাজরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here