Home Ghatal Live Accident : ভোরের বেলা চালকের চোখে ঘুম, রাস্তার পাশে ফুল ব্যবসায়ীদের উড়িয়ে...

Accident : ভোরের বেলা চালকের চোখে ঘুম, রাস্তার পাশে ফুল ব্যবসায়ীদের উড়িয়ে নিয়ে গেল ডাম্পার

143
0

মেদিনীপুর: ভোরের বেলা প্রচন্ড গতিতে রাজ্য সড়ক ধরে এগিয়ে যাচ্ছিল বাম্পার। টানা গাড়ি চালিয়ে চালকের চোখে ঘুম। ওর সাড়ে তিনটে নাগাদ রোজকার মতো চাষের ফুল নিয়ে এসে রাস্তার পাশে অপেক্ষা করছিলেন কৃষকেরা। ছিলেন ব্যবসায়ীরাও। ঘুমন্ত ডাম্পার চালকের ডাম্পার সেই সমস্ত ফুল চাষী ও ব্যবসায়ীদের একেবারে উড়িয়ে নিয়ে চলে গেল অনেকটা। নয় জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোরেই নিয়ে যাওয়া হলো পূর্ব মেদিনীপুরের হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য এলাকাতে।



ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খুকুড়দহ লক্ষীবাজার এলাকায়। ওই এলাকাতে লক্ষ্মী বাজারে প্রতিদিন ভোর হওয়ার আগেই চাষিরা তাদের উৎপাদিত ফুল ও সবজি নিয়ে এসে হাজির হন রাস্তার পাশের বাজারে। অন্যান্য দিনের মতো রবিবার ভোরেও সাড়ে তিনটের পর হাজির হয়েছিলেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ীরাই তখন রাজ্য সড়কের রাস্তার পাশে ফুল নিয়ে অপেক্ষা করছিলেন ব্যবসায়ীদের। বেশ কিছু ব্যবসায়ীও হাজির হয়েছিলেন। অতর্কিত তাদের ওপর দিয়ে দ্রুতগতিতে বেরিয়ে গেল ডাম্পার। ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন বিভিন্ন ফুল ব্যবসায়ীরা বিভিন্ন দিকে।




মুহূর্তে এই ঘটনাতে আতঙ্কের পরিবেশ ও হতভম্ব পরিস্থিতি তৈরি হয়। ঘটনার খবর যায় দাসপুর থানাতে। পুলিশ এসে দ্রুত সকলকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় নিয়ে যায় হাসপাতালে। জানা গিয়েছে ৯ জন গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়। তাদের সকলকেই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ব্যবসায়ীদের ফুল ও জিনিসপত্র তছনছ যেমন হয়েছে, তেমনি তিনটি বাইক ডাম্পারের ধাক্কায় নষ্ট হয়েছে। ঘটনার পরেই ফেরার হয়ে যায় ডাম্পার চালক। তবে ডাম্পারটিকে আটক করেছে পুলিশ

Previous articleRGkar issue : আরজিকর ইস্যু-তে রাজনীতি মানুষ গ্রহন করেনি, প্রভাবই পড়লোনা ভোটে
Next articleTMC clash : সংসদ দেব এর উপস্থিতিতেই ঘাটালে তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, রক্তাক্ত হলেন কয়েকজন, বৈঠক ছাড়লেন দেব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here