Home Medinipur Live Keshpur: “কেশপুর হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করত হবে”-দাবি করে হাসপাতাল ঘেরাও আদিবাসীদের

Keshpur: “কেশপুর হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করত হবে”-দাবি করে হাসপাতাল ঘেরাও আদিবাসীদের

99
0

কেশপুর: কেশপুর গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করতে হবে। আধুনিকমানের চিকিৎসা এখানে চালু করতে হবে। নিয়োগ হলে আদিবাসীদের অগ্রাধিকার দিতে হবে-এমন একাধিক দাবি করে শুক্রবার বিকেলে কেশপুর হাসপাতাল চত্বরে মিছিল করে ভিড় জমালো আদিবাসীরা। আদিবাসীদের সংগঠন ভারত যাকাত মাঝি পরগনা মহলের (Bharat Jakat Majhi Pargana Mahal) পক্ষ থেকে রীতিমতো বিক্ষোভ দেখিয়ে এই সমস্ত দাবি সম্মিলিত ডেপুটেশন দেওয়া হয়েছে ব্লক স্বাস্থ্য আধিকারিককে। তবে হঠাৎ করে এই দাবিতে খানিকটা অস্বস্তিতে স্বাস্থ্যকর্তারা।



পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লক (Keshpur block) ST ব্লক হিসেবেই পরিচিত। আদিবাসী(Adibashi) একটা বড় সংখ্যায় রয়েছে এই ব্লকে। কেশপুর ব্লক বেশিরভাগটাই গ্রামীন। এই গ্রাম্য এলাকার মানুষদের চিকিৎসার জন্য ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও স্থানীয় বড় স্বাস্থ্য চিকিৎসার স্থান বলতে কেশপুর হাসপাতাল(Keshpur Hospital) রয়েছে। কিন্তু সেই হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো পর্যাপ্ত নয়। সামান্য একটু জটিল পরিস্থিতি তৈরি হলেই বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের রেফার করে দেওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে(Medinipur Medical college Hospital)। চিকিৎসকদের উপস্থিতি ও পর্যাপ্ত ঔষধ সামগ্রী নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে বহু সময়। তাই ওই হাসপাতাল থেকে পর্যাপ্ত পরিষেবা না পাওয়া আদিবাসীরা ঘেরাও বিক্ষোভ করে একাধিক দাবি সামনে আনলেন শুক্রবার।

আদিবাসীদের সংগঠন ভারত যাকাত মাঝি পরগনা মহলের কেশপুর শাখার পক্ষ থেকে এদিনের অভিযান হয়। শুক্রবার বিকেলে কয়েকশ আদিবাসী পুরুষ ও মহিলা নিজেদের দাবিগুলি নিয়ে ব্যানারে লিখে হাজির হয়ে যান কেশপুর হাসপাতাল চত্বরে। খবর পেয়ে আগে থেকেই সেখানে মোতায়ন ছিল কেশপুর থানার পুলিশ( Keshpur police station)।আদিবাসীরা মিছিল স্লোগান করে হাসপাতাল চত্বর সকলে ঘেরাও করে থাকে। পরে নিজেদের দাবি সম্মিলিত ডেপুটেশন দেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের সামনে।



তাদের দাবি-” কেশপুর গ্রামীণ হাসপাতালকে অবিলম্বে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে হবে। আধুনিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষিত নার্স ও চিকিৎসক সব সময় যেন থাকে তার দিকে নজর দিতে হবে। হাসপাতালের কোনো ক্ষেত্রে নিয়োগ হলে আদিবাসীদের অগ্রাধিকার দিতে হবে। এই হাসপাতালে আধুনিক চিকিৎসার (Modern tratment system) যন্ত্রাংশ মজুদ রাখতে হবে প্রভৃতি।”



সংগঠনের পক্ষ থেকে সঞ্জয় হেমরম বলেন-” এই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নার্স থাকে না। আমরা এই সম্পর্কিত বিভিন্ন দাবিগুলি লিখিতভাবে এখানে দায়িত্বে থাকা আধিকারিককে দিয়েছি। দাবি পূরণ না হলে আন্দোলন হবে। আমরা সমস্ত কিছু আদিবাসীরা লিখিতভাবে জানিয়েছি।”

Previous articleMedinipur election : ভোটের মাঝে ছট, কাক ভোরে দুই বিরোধী দুজনেই নদীর পাড়ে
Next articleSalboni : লক্ষ লক্ষ টাকা ভুতুড়ে লেনদেন স্ব-সহায়কদলের একাউন্টে ! ব্যাঙ্ক উত্তর দিতে না পারায় শুক্রবারও দিনভর অবরোধ মহিলাদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here