Home Entertainment Live Medinipurlive: হুড়োহুড়ি করে মন্দির থেকে বেরিয়ে আসা জল চরনামৃত মনে করে জল...

Medinipurlive: হুড়োহুড়ি করে মন্দির থেকে বেরিয়ে আসা জল চরনামৃত মনে করে জল পান ভক্তদের, পরে জানা গেল-“মন্দিরের এসি-র জল”-ভাইরাল ভিডিও

88
0

মেদিনীপুর লাইভ: সোমবার সকাল থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মন্দিরের একটি হাতির সুঁড়ের মতো অংশ থেকে জল পড়ছে, ভক্তরা কাগজের কাপে ও হাতে করে তা পান করছেন ভক্তি ভরে। ক্রমেই ভিড় বাড়ছে সেখানে।অনেকে ভক্তিভরে মাথায় লাগাচ্ছেন৷ এরপরেই-স্থানীয় কিছু ইউটিউবার ও লোকজন খোঁজ নিয়ে সেই ভক্তদের জানালেন-মন্দিরের এসি থেকে পাইপের মাধ্যমে বের হওয়া জল। চরণামৃত নয়। মন্দিরের কাঠামো ভেদ করে সেই জল পড়ছিল। জানার পরেই লজ্জায় লাল ভক্তরা।

ঘটনাটি ঘটেছে মথুরা বৃন্দাবন এলাকার বাঁকে বিহারী মন্দিরে। খুবই জনপ্রিয় মন্দির । শ্রীকৃষ্ণের এই মন্দিরে প্রতিদিনই ১০ থেকে ১৫ হাজার মানুষ ভিড় করেন পুজো দেওয়ার জন্য। সকলেই ভক্তি ভরে পূজো দিয়ে চরণামৃত পান করে নিজেদের শ্রদ্ধা অর্পণ করেন।তবে একদল ভক্তকে দেখা গেল মন্দিরের ভেতরে নয়, বাইরে পড়তে থাকা জল পান করতে হুড়োগুড়ি করছেন৷  মন্দিরের পেছনের দিকের একটি অংশের একটি ভিডিও ভাইরাল হয় সোমবার সকাল থেকে। যেখানে দেখানো হয়েছে শত শত ভক্ত মন্দিরের একটি হাতির সুড়ের মতো অংশ থেকে পড়তে থাকা জল কাপে করে কিংবা হাতে করে নিয়ে পান করছেন, শ্রদ্ধা ভরে মাথায় লাগাচ্ছেন।



সকলেই মনে করেছিলেন মন্দিরের ঠাকুরের চরণামৃত হয়তো বিশেষ এই হাতির সুড়ের মতো অংশ দিয়ে বাইরে পড়ছে ।  কিন্তু এরপরে যা ঘটেছে-তা এখন সর্বভারতীয় সংবাদ সংস্থা গুলির ছোটখাটো হেডলাইন হয়ে গিয়েছে।। টাইমস অফ ইন্ডিয়া ও অন্যান্য সংবাদ মাধ্যম সোমবার সকাল থেকেই তা নিয়ে খবর করেছে।



দেখানো হয়েছে ,এক ইউটিউবার ভক্তদের এই জল পান করতে দেখে বিষয়টি খোঁজ নেওয়া শুরু করেন। তিনি ভালো করে দেখে বুঝতে পারেন, মন্দিরের এসির জল পাইপের মাধ্যমে বেরিয়ে মন্দিরের ওই কাঠামো দিয়ে বাইরে পড়ছিল। হাতির সুড়ের মতো অংশটি আসলে মন্দিরেরই একটি কাঠামো। তিনি সবটা বুঝতে পেরে বেশ কিছুক্ষণ ভিডিও তোলেন, পরে ভক্তদের ভিড়ে গিয়ে জানান-যে এটি কোন চরনামৃত নয়, সেটি এসি ওয়াটার। তখনই শুনে অনেকে লজ্জায় লাল হয়ে যান। তবে তার পরেও অবশ্য ভিড় খুব একটা কমেনি।

Previous articleDaspur flood: দানা-র প্রভাবে প্লাবিত বন্যার জল সকালে ভেঙে দিল শিলাবতী নদীর বাঁধ, ঝুলে গেল একতলা পাকা বাড়ি ও সেতু
Next articleKeshpur: প্রতিকূল মেদিনীপুরে তৃণমূল প্রার্থীকে জেতাতে কেশপুর ব্রিগেডের কৌশলী অভিযান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here