Home Medinipur Live Dana cyclone : দানা-র প্রভাব শুরু জেলাতে, ২৬ টি স্থানে বিদ্যুৎ খুঁটি...

Dana cyclone : দানা-র প্রভাব শুরু জেলাতে, ২৬ টি স্থানে বিদ্যুৎ খুঁটি পড়ল রাস্তায়, বাড়ি ক্ষতিগ্রস্ত হলো ৪২০ টি

68
0

মেদিনীপুর: ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। জেলাতে শুক্রবার বেলা বারোটার মধ্যেই ২৬ টি স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। কাঁচা ও পাকা বাড়ি মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪২০ টি। কোন প্রাণহানীর ঘটনা না ঘটলেও বিষয়টি এলার্মিং বলেই মনে করছে প্রশাসন।

শুক্রবার বেলা বারোটার মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলাতে দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কিছু ক্ষতি দেখা গেল। বর্ষণ বাড়তে শুরু করেছে বেলা বাড়ার সাথে সাথে। বহু জায়গাতে গাছ , বিদ্যুতের খুটি উপড়ে পড়েছে। দুদিনের কম বেশি বর্ষণের জেরে মাটির বাড়ি ও পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।



প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৬ টি স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছিল। সেখানে গিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরিস্থিতির স্বাভাবিক করেছে। গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছিল এমন ২৫ টি স্থানে। কুইক রেসপন্স টিম সেখানে পৌঁছে সেগুলি পরিষ্কার করেছে। মাটির বাড়ি ভেঙেছে ৩১৮ টি। কাকার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আংশিকভাবে ১০২ টি। তেত্রিশ হাজারের বেশি মানুষকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে আশ্রয় দেওয়া হয়েছে ত্রাণ শিবিরে।




মেদিনীপুর শহরেও বর্ষণের প্রভাবে গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে নজরগঞ্জ এলাকায়। পৌরসভার কুইক রেসপন্স টিম গিয়ে সেই গাছ কেটে সরিয়েছে সকাল থেকেই জনপ্রতিনিধি ও আধিকারিকরা নজরদারি শুরু করেছেন। গত দু’দিনে কেশপুরে দুটি জায়গায় বড় মাটির বাড়ি ভেঙে বিপত্তি ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে কেশপুরের করঙ্গাপোতা এলাকায় নিজের মাটি বাড়ির ভাঙ্গার সময় চাপা পড়ে আহত হয়েছেন বাচ্চু ঘোষ নামে এক ব্যক্তি। তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কটকে। শুক্রবার বেলা এগারোটা নাগাদ কেশপুরের ধন্যাগেড়া এলাকায় পুরনো পরিত্যক্ত মাটির বাড়ি ভেঙে পড়েছে পাশের পাকা বাড়িতে। অল্প রক্ষা পেয়েছেন অনেকে। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা বাড়ি।

Previous articleDana : জেলা জুড়ে ৩৩ হাজার ৬০২ জনকে সরানো হল নিরাপদ আশ্রয়ে, দেখতে এলেন রাজ্যের সচিব
Next articlecyclone : কেশপুরে পাকা বাড়ির উপর ভেঙে পড়লো পুরোনো মাটির বাড়ি,অন্য একটি বাড়ি ভেঙে আহত আরও এক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here