Home Medinipur Live Dana : জেলা জুড়ে ৩৩ হাজার ৬০২ জনকে সরানো হল নিরাপদ আশ্রয়ে,...

Dana : জেলা জুড়ে ৩৩ হাজার ৬০২ জনকে সরানো হল নিরাপদ আশ্রয়ে, দেখতে এলেন রাজ্যের সচিব

60
0

মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে দানা ঘূর্ণিঝড় এর প্রভাব পড়ার আশঙ্কা ছিলই। সেই মতো প্রভাব শুরুও হয়ে গিয়েছে। জেলা জুড়ে ৩৩ হাজার ৬০২ জনকে উদ্ধার করে রাখা হয়েছে শিবিরে। প্রসূতি উদ্ধার হয়েছেন ৪৪৯ জন। ত্রাণ শিবির খোলা হয়েছে ২৭৫ টি।



পশ্চিম মেদিনীপুরের বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সমস্ত কিছুই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন জেলাশাসক খুরশেদ আলী কাদেরী। সম্ভাব্য প্রভাব প্রবল পড়ার যে সমস্ত এলাকা, সেই দাঁতন মোহনপুর এলাকায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব সুরেন্দ্র গুপ্তকে সঙ্গে নিয়ে ঘুরলেন জেলাশাসক খুরশেদ আলী কাদেরী ছাড়াও পুলিশ সুপার ধৃতিমান সরকার। বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া লোকজন কতটা সুস্থ রয়েছে, তাদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সবটা খতিয়ে দেখলেন সচিব ও জেলা প্রশাসনের কর্তারা।



জেলাশাসক এদিন রাত আটটা নাগাদ জানিয়েছেন-” সম্ভাব্য জেলার ২১ টি ব্লকের ১৪ টি ব্লক ই প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনটি পৌর এলাকায় প্রভাব পড়ার আশঙ্কা। ১১২ টি গ্রাম পঞ্চায়েত প্রভাবিত হতে পারে। ২৭৫ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সবার জন্য শিবিরে রেখে পর্যাপ্ত খাবার দেওয়ার ব্যবস্থা হয়েছে। স্বাস্থ্যের খোঁজ নেওয়া হচ্ছে।”




পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন-” পুলিশের কন্ট্রোলরুম খোলা ছাড়াও পুলিশের ছোট ছোট টিম বিভক্ত হয়ে কাজ করছে। ইতিমধ্যে স্পর্শকাতর এলাকা গুলি থেকে ৩৩৬০২ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। ৪৪৯ জন প্রসূতিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লোকজনদের খাওয়ানোর জন্য ২৭৫ টি স্থানে রান্নার ব্যবস্থা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলায় ৬৮ টি টিম প্রস্তুত রয়েছে। যেকোনো রকম রাস্তায় গাছ বা কিছু পড়ে গেলে রাস্তা পরিচ্ছন্ন করার জন্য পঞ্চাশটি টিম প্রস্তুত রয়েছে।”

YouTube player

এরপরেও জেলাতে বড় বিপর্যয় হলে মোকাবেলার জন্য NDRF এর টিম দুটি, SDRF এর টিম দুটি সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। সচিব সুরেন্দ্র গুপ্ত আশ্রয় নেওয়া শিবিরে থাকা লোকজনের সঙ্গে দেখা করতে গিয়ে সেখানে স্বাস্থ্যপরিকাঠামো খতিয়ে দেখেছেন। নিজেই নিজের প্রেসার মেপে স্বাস্থ্য পরীক্ষা পর্যন্ত করেছেন। অন্যদিকে বিকেলে অতিরিক্ত জেলা শাসক সুমন সৌরভ মহান্তি মেদিনীপুর সদর ব্লকের পালবাড়ি এলাকায় উদ্ধার করে এনে রাখা লোকজনের পরিস্থিতি খতিয়ে রেখেছেন। কথা বলেছেন তাদের সঙ্গেও।

Previous articleMedinipur : পাঁচবার ভোট ম্যানেজার ছিলেন, ষষ্ঠবারে নিজেই প্রার্থী সুজয় হাজরা
Next articleDana cyclone : দানা-র প্রভাব শুরু জেলাতে, ২৬ টি স্থানে বিদ্যুৎ খুঁটি পড়ল রাস্তায়, বাড়ি ক্ষতিগ্রস্ত হলো ৪২০ টি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here