Home Bengal Live Durga puja : গত ১৪ দিনে রাজ্যজুড়ে ১৪৮ কোটি টাকার মদ বিক্রি,...

Durga puja : গত ১৪ দিনে রাজ্যজুড়ে ১৪৮ কোটি টাকার মদ বিক্রি, রয়েছে মেদিনীপুরেও

79
0

মেদিনীপুর: গত বছরের পুজোর বাজার কেউ ছাড়িয়ে গেল মদ বিক্রি ! রাজ্যে এ বছর এক লাফে কুড়ি শতাংশ বেড়ে গিয়েছে মদের ব্যবসা। গত ৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর এর মধ্যে রাজ্যজুড়ে ১৪৮ কোটি টাকার ব্যবসা হয়েছে মদ বিক্রি করে বলে জানা গিয়েছে আবগারি দপ্তর সূত্রে। সব থেকে বেশি আয় হয়েছে রাজ্যের মধ্যে কলকাতার চারটি জায়গাতে।

এবারে পুজোর বাজারে খুব বেশি গরম ছিল না, বৃষ্টিও বিশাল না হলেও হিমেল আবহাওয়া ছিল। ফলে পুজোর এই পরিবেশে আনন্দের সীমা বাড়াতে জমিয়ে হুল্লোড় হয়েছে বলা ভালো। যেখানে মদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তবে এই হুল্লোড়ের মাত্রা কতখানি ছিল উৎসব কাটতেই মদ বিক্রির হিসেবে তার অনেকটা চিত্র ধরা পড়ল। আবগারি দপ্তরের দেওয়া এক হিসেবে ধরা পড়েছে রাজ্যজুড়ে বিপুল পরিমাণে বিক্রি হয়েছে বিভিন্ন রকমের মদ।

আবগারি সূত্রে জানা গিয়েছে-৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে রাজ্যজুড়ে ১৪৮ কোটি টাকার ব্যবসা হয়েছে মদ বিক্রি করে। যার মধ্যে সব থেকে বেশি বিক্রি হয়েছে আলিপুরে। এখানে ৪৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এরপরেও রয়েছে কলকাতার আরো তিনটি জায়গা যথা উত্তর ও দক্ষিণ কলকাতা, এবং বিধান নগর। রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও এই মদ বিক্রির পরিমাণ যথেষ্ট বেশি ছিল। পশ্চিম মেদিনীপুর জেলাতেও এই সময়ের মধ্যে তিন কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। যার মধ্যে দেশি-বিদেশি সব রকম মহৎ রয়েছে বলে, আবগারি কর্তারা জানিয়েছিলেন।

Previous articleMedinipur election:মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে প্রথম প্রার্থী ঘোষণা বিজেপির, প্রার্থী “শুভজিৎ রায়”
Next articleDilip Ghosh: “এরাজ্যে পার্টির কোনো দায়ীত্বে নেই,ত্রিপুরার কাজ দিয়েছে, তাই ত্রিপুরায় যাচ্ছি” : বললেন অভিমানী দিলীপ ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here