Home Medinipur Live Forest : বনদপ্তরের ৬০ হেক্টর জমি দখলকরে গোপনে চাষ, বাধা দিতেই বনকর্মীদের...

Forest : বনদপ্তরের ৬০ হেক্টর জমি দখলকরে গোপনে চাষ, বাধা দিতেই বনকর্মীদের মার !

208
0

শালবনী: বিশাল জঙ্গল সংলগ্ন থাকা পতিত জমিকে রাতারাতি দখল করে সেখানে গোপনে চাষ শুরু করে দিয়েছিলেন একদল বাসিন্দারা। খবর পেয়ে বন কর্মীরা গিয়ে বাধা দিতেই তাদের ওপর চড়াও সেই লোকজন। থানায় অভিযোগ করেই চারটি রেঞ্জের বনাধিকারিক বিশাল বাহিনী সহ হাজির হয়ে গেল দখল হওয়া জমির কাছে। বাহিনীর বহর দেখেই ফেরার দখলদাররা। ঘটনা পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত পিডরাকুলি এলাকায়। দখলদারদের বিরুদ্ধে এফআইআর করে ব্যবস্থা নিচ্ছে বনদপ্তর।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শালবনী থানার অন্তর্গত গোদাপিয়াশাল রেঞ্জ এর গোকুলপুর ও পিডরাকুলি এলাকাতে এই বনদপ্তরের জমি দখল করার চক্রটি কাজ শুরু করেছিল। প্রায় ৬০ হেক্টর জমি দখল করে গোপনে চাষ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল। গত তিনদিন ধরে সেই প্রক্রিয়া শুরু হয়েছিল। বৃহস্পতিবার সেই জঙ্গল লাগোয়া বনদপ্তরের জমির ওপর ট্রাক্টর দিয়ে হাল করা করা হচ্ছিল। জমি প্রস্তুত হয়ে গিয়েছিল অনেকটাই। বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে সেখানে গিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে একদল লোকজন ঐক্যবদ্ধ ভাবে চড়াও হয় ওই বনকর্মীদের ওপর।প্রহৃত হয়ে বৃহস্পতিবার দুপুরে বনকর্মীরা সোজা শালবনি থানায় হাজির হয়ে যায়। লিখিত অভিযোগ দায়ের করেন এই ঘটনা নিয়ে। বিষয়টি নিয়ে বনদপ্তরের মধ্যেও তোলপাড় পরিস্থিতি তৈরি হয়। রাতেই অভিযানের প্রস্তুতি শুরু হয় বনদপ্তরের ও পুলিশের।

গ্রামে হাজির কর্মীদের নিয়ে বনকর্তারা

শুক্রবার বেলা বারোটা নাগাদ গোদাপিয়াশাল, চন্দ্রকোনা, আড়াবাড়ি, ভাদুতলারেঞ্জ যৌথভাবে প্রচুর পরিমাণে বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়।। সঙ্গে নেওয়া হয় শালবনি থানার বিশাল পুলিশ বাহিনী। নেতৃত্বে ছিলেন বনদপ্তরের এডিএফও। বিশাল বাহিনী নিয়ে সেই জমির প্রান্তরে হাজির হলে ফেরার হয়ে যায় দখলদাররা। পুনঃদখল করে বনদপ্তর সেই জমি। সেই সাথে স্থানীয় পাশাপাশি লোকজনকে জানিয়ে দেওয়া হয়েছে জমিতে যাতে কেউ না হস্তক্ষেপ করার চেষ্টা করে। একইসঙ্গে দখল করা লোকদের চিহ্নিত করে আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বনকর্তারা।

Previous articleMedinipur : মেদিনীপুর শহরের নামি শপিংমলে “ফায়ার এলার্ম “, হুলস্থুল কান্ড সকালেই
Next articleFishing: বন্যা কমে যেতেই মাছ ধরার মেলা মেদিনীপুরে, ছিপের মাছেই প্রতিদিন হাজার টাকা ইনকাম প্রায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here