Home Medinipur Live Election: ১০০ শতাংশ ওয়েবকাস্টিং ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট মেদিনীপুরে

Election: ১০০ শতাংশ ওয়েবকাস্টিং ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট মেদিনীপুরে

111
0

মেদিনীপুর: কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করে দেওয়ার পর আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে মেদিনীপুর থেকে প্রশাসনের আধিকারিকরা মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের ঘোষনা করলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানিয়েছেন জেলাশাসক খুরশেদ আলী কাদেরী ও মহাকুমা শাসক মধুমিতা মুখার্জি। বিধানসভা উপনির্বাচন হলেও মেদিনীপুরের জন্য একাধিক নিয়ম হচ্ছে কড়াকড়ি করার ক্ষেত্রে।তিনটি স্থানে নাকা বসছে শুক্রবার থেকেই মেদিনীপুর বিধানসভা এলাকার ৷

শুক্রবার ১৮ই অক্টোবর থেকেই মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরু মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের জন্য। মনোনয়ন দিতে গেলে এবারে জেলাশাসকের প্রধান ফটক দিয়ে আর প্রবেশ করা যাবে না। এজন্য পুলিশ সুপারের অফিসের রাস্তা ব্যবহার করে মহকুমা শাসকের অফিস সংলগ্ন প্রবেশপথ দিয়ে ঢুকতে হবে নিয়ম মেনে মনোনয়ন জমা দেওয়ার লোকজনকে। মনোনয়ন জমা শেষ হচ্ছে ২৫ অক্টোবর। স্কুটনি ২৮ শে অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ অক্টোবর। ভোট গ্রহণ করা হবে ১৩ ই নভেম্বর। ভোট গণনা হচ্ছে ২৩ শে নভেম্বর। পুরো ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে ২৫ শে নভেম্বরের মধ্যে।

মেদিনীপুর বিধানসভা কেন্দ্র শালবনি ও মেদিনীপুর সদর ব্লক মিলে তৈরি। দুটি ব্লক মিলিয়ে মোট ৩০৪ টি ভোট গ্রহণ কেন্দ্র। যার মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ১৪৬ টি ভোটগ্রহণ কেন্দ্র। শহরাঞ্চলে রয়েছে ১৫৮ টি। এবারে মোট ভোটার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ২ লক্ষ ৯১ হাজার ৬৪৩ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ লক্ষ ৪৮ হাজার একশো জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৫৪২ জন।

YouTube player

জেলাশাসক খুরশেদ আলী কাদেরী জানিয়েছেন-” শুক্রবার দুপুরেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করা হবে। সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হবে তাদের। মনোনয়ন জমা হবে মহাকুমা শাসকের অফিসেই।”মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানিয়েছেন-” জেলাশাসকের সদর দপ্তর দিয়ে এতদিন যে মনোনয়ন জমা হতো এবার সেটা হচ্ছে না। ১০০ মিটার দূরত্বে গাড়ি ও সমস্ত জিনিস রেখে যে নিয়মে মনোনয়ন হতো সেটা এবার পুলিশ সুপারের অফিসের রাস্তা দিয়ে মহাকুমা শাসকের অফিসে সরাসরি হবে। অভিযোগ জানানোর জন্য ১৯৫০ এবং সিভিজিল অ্যাপ আগের মতই থাকছে। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন পর্বে প্রতি সপ্তাহে মিটিং করা হবে। ১০০ শতাংশ বুথে ওয়েব কাস্টিং ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স থাকবে। ইতিমধ্যেই চারটি ফ্লাইং স্কোয়ার্ড তৈরি। তিনটি স্থানে নাকা তৈরি হচ্ছে। একটি হবে ধেড়ুয়াতে, অপরটি আমতলায়, তৃতীয়টি হবে বেনাসুলি এলাকায়। ডিসিআরসি ও কাউন্টিং সেন্টার দুটোই হবে মেদিনীপুর কলেজে।”

Previous articleTheft : তিনমাস ধরে ব্যাঙ্ক দোকান বাড়িতে লাগাতার চুরি, গুড়গুড়িপাল পুলিশের হাতে সামগ্রী সহ ধরা পড়লো দুই “ভদ্র” চোর
Next articleMedinipur : মেদিনীপুর শহরের নামি শপিংমলে “ফায়ার এলার্ম “, হুলস্থুল কান্ড সকালেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here