Home Blog Red Chandan:পশ্চিম মেদিনীপুরও এবার লালচন্দন,গাছ কাটা-আগুন লাগানো আটকাতে বিধানসভাতে আইনের উদ্যোগ

Red Chandan:পশ্চিম মেদিনীপুরও এবার লালচন্দন,গাছ কাটা-আগুন লাগানো আটকাতে বিধানসভাতে আইনের উদ্যোগ

40
0

 

মেদিনীপুর: পশ্চিম
মেদিনীপুর
, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ
জঙ্গলমহলের বিভিন্ন জেলাগুলির জঙ্গলে লাগানো হবে লাল ও শ্বেত চন্দন। তার জন্য চারা
তৈরির প্রক্রিয়াও শুরু বন দফতরে
আগামী কয়েকদিনের মধ্যেই
সেই কাজ শুরু হবে ৷ চারা রোপনের জঙ্গল স্থানচিহ্নিত হয়েছে বলে জানালেন রাজ্যের বনমন্ত্রী
জ্যোতিপ্রিয় মল্লিক ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে বন বান্ধব উৎসবপালিত হল পশ্চিম মেদিনীপুরের গোপগড়
ইকোপার্কে।
সেখানেই উপস্থিত হয়েছিলেন রাজ্যের বন মন্ত্রী
জ্যোতিপ্রিয় মল্লিক
, প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সহ অন্যান্য জনপ্রতিনিধি, বনদপ্তরের বিভিন্ন আধিকারিক, পশ্চিম মেদিনীপুর জেলা
শাসক
, পুলিশ সুপার।

 গত দুবছর করোনা পরিস্থিতির
জন্য এই উৎসব পালিত হয়নি। আগে প্রতিটি জেলায় হত। কার্যত ভাঁড়ারে টান পড়ায়
দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিকে নিয়ে একটি
বন বান্ধব উৎসব
হল রবিবার। উদ্বোধন করেন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই উৎসব
মঞ্চ থেকে বিভিন্ন পরিষেবা প্রদান করে। রাজ্যে ৫০ জন জঙ্গলমহলের কৃতি
ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। প্রতিমাসে এক হাজার টাকা করে দু
বছর পাবে তারা। পাশাপাশি ৪২ কোটি ৬১ লক্ষ ৫৪ হাজার ১১২ টাকা জঙ্গলের
লভ্যাংশ তুলে দেওয়া হয় বন সুরক্ষা কমিটিগুলির হাতে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয়
মল্লিক জানান
, “আগে ২৫ শতাংশ করে লভ্যাংশ দেওয়া হতবর্তমান সরকার ৪০ শতাংশ করে
লভ্যাংশ দিচ্ছে। তারা যাতে আরও ভালোভাবে জঙ্গল রক্ষার দায়িত্ব পালনে উদ্যোগী হন
তার জন্য নানা পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে। ৩২০০০ মানুষকে পাট্টা দেওয়া হয়েছে
৷”

এদিন তিনি ঘোষনা করেন- “এবার
দক্ষিণবঙ্গেও চাষ হবে লাল ও শ্বেত চন্দনের। তার জন্য পশ্চিম মেদিনীপুরে ১৫০০০
,
ঝাড়গ্রামে ৬০০০ শ্বেত চন্দন এবং লাল চন্দন ১০০০০ করে চারা তৈরি করা
হবে। দক্ষিণবঙ্গে ৬৫০০০ করে চারা তৈরি করা হবে।
দক্ষিন বঙ্গের বিভিন্ন জঙ্গলকে
এজন্য চিহ্নিত করা হয়েছে ৷ এই গাছ দুর্মুল্য, এর দ্বারা বন সুরক্ষা কমিটি সহ জঙ্গলমহলের
লোকজনের আর্থিক দারুন ভাবে উন্নতি হবে ৷”

মন্ত্রী এদিন গাছ কাটা নিয়ে মঞ্চ থেকেই কড়া
নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকদের ৷ তিনি বলেন-“ বারবার জেলার
গড়বেতা ও চন্দ্রকোনা এলাকা থেকে গাছ কেটে ফেলার অভিযোগ আসছে ৷ সেই সাথে বিভিন্ন জঙ্গলে
আগুন লাগানোর অভিযোগ পাচ্ছি ৷ সেটা পরিকল্পিত বলেই মনে হচ্ছে ৷ আমরা জেলাশাসক ও পুলিশ
সুপারকে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে নির্দেশ দিচ্ছি ৷আরও কড়া হাতে দমন করতে হবে ৷ সেই
সাথে আমরা প্রস্তুতি নিচ্ছি বিধানসভাতে কড়া আইন আনতে ৷যাতে গাছ কাটা ও জঙ্গলে আগুন
লাগানোর ক্ষেত্রে কড়া ব্যাবস্থা নেওয়া যায় ৷”

 তিনি
আরও জানান- “দফতরের অফিসগুলিতে বনকর্মীর সংখ্যা অনেক কমে যাওয়ায় এক
হাজার ফরেস্ট গার্ড নিয়োগ এবং বিভিন্ন রেঞ্জ অফিস গুলিতে বাইক দেওয়ার পাশাপাশি
অত্যাধুনিক অস্ত্র দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সেই সাথে ভালো কাজ করলে বনকর্মীদের
এবার পুরষ্কার দিয়ে সম্মনিত করাও হবে ৷”

সেই সাথে জেলাতে হাতির উপদ্রব সমস্যা মেটাতে
বেশ কয়েকটি নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন মন্ত্রী ৷ তিনি বলেন- “ হাতির
হানা রুখতে করিডর তৈরি হবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও।উত্তরবঙ্গের
পাশাপাশি দক্ষিণবঙ্গেও হাতির করিডর তৈরি করা হচ্ছে। তার জন্য কেন্দ্র ৪০ শতাংশ
,
রাজ্য ৬০ শতাংশ খরচ করবে। জঙ্গলমহলে যে দলছুট হাতিগুলি প্রায়
লোকালয়ে দিনের আলোয় প্রবেশ করে যাচ্ছে। যাদের নিয়ন্ত্রণে আনতে পারছে না বনদপ্তর
,
সেই হাতিগুলিকে ট্রাঙ্কুলাইজার করা হবে। এমন দশটি হাতির
ট্রাঙ্কুলাইজার করার জন্য কেন্দ্রের কাছে অনুমতি মিলেছে। তার মধ্যে তিনটি হাতির
ট্রাঙ্কুলাইজার হয়েছে। হাতির জন্ম নিয়ন্ত্রণ নিয়েও সুপ্রিম কোর্টে আর্জি জানানো
হয়েছে



Previous articleelephant attack: অতি উৎসাহী যুবদের তান্ডবে অতিষ্ঠ হাতি,সকালে ভাঙলো ঐরাবত,বিকালে মোটরবাইক-সাইকেল
Next articleIncident : কুয়োর আগাছা পরিষ্কার করতে গিয়ে গভীর কুয়োতে ৫ ঘন্টা পড়ে রইলেন মহিলা,উদ্ধার করল দমকল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here