Home Blog Elephant attack : আরও মরিয়া হাতির পাল,রাতে ভাঙলো একাধিক বাড়ি, বিকেলে ভাঙলো...

Elephant attack : আরও মরিয়া হাতির পাল,রাতে ভাঙলো একাধিক বাড়ি, বিকেলে ভাঙলো বাইক

25
0

মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের
জঙ্গলমহল সহ সংলগ্ন এলাকায় হাতির পাল যেন আরও মরিয়া হয়ে উঠছে। রবিবার গভীর রাত
থেকে সকাল পর্যন্ত জেলা ও সংলগ্ন এলাকায় মোট আটটি বাড়ি ভেঙে ফেলার খবর হয়েছে
হাতির হামলাতে। বিকেলে পথচা
রীর বাইকে হামলা খড়্গপুরে। সবমিলিয়ে
জেলাতে হাতির পাল যেন আরও মরিয়া হয়ে উঠছে বলেই মনে করছে বনদপ্তর।

 

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া রেঞ্জের বালিভাসা এলাকাতে কয়েকদিন ধরেই একটি
বড় হাতির পাল রয়েছে। খাবারের খোঁজে সেই পালটি রবিবার রাতে প্রবেশ করেছিল
বালিভাসা গ্রামে। খাবার খুঁজতে গিয়ে পরপর সাতটি বাড়ি ভেঙে ফেলে গ্রামের। যার
বেশিরভাগটাই মাটির বাড়ি ছিল। রাতভর হাতির তাণ্ডবে আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা।
যদিও সকাল থেকে বনদপ্তর ক্ষয়ক্ষতির হিসেব শুরু করেছে। অন্যদিকে
, মেদিনীপুর সদরের বক্সীবাঁধ এলাকাতেও একটি হাতির হামলায় ভাঙ্গা পড়েছে
একটি মাটির বাড়ি। এখানেও সৌভাগ্যক্রমে কোনো প্রাণ
হানীর
ঘটনা ঘটেনি। তবে আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।

 

মেদিনীপুর বন বিভাগের পক্ষ থেকে
যদিও সকলকে সতর্ক করে জঙ্গল সংলগ্ন গ্রাম গুলিতে জানানো হয়েছিল
মেদিনীপুর
বন বিভাগেই রয়েছে দশটি হাতি। যেগুলি কাদামালমা
, আমঝরনা,
লালগড় এলাকায় ছড়িয়েছিল। অপর একটিদল ছড়িয়েছিল কলাইকুন্ডা রেঞ্জ
এলাকাতে। সেই দলেরই একটি হাতি রবিবার বিকেল পাঁচটার পর হামলা করে এক পথচারীর
বাইকে। স্থানীয়রা জানাচ্ছেন
, কলাইকুন্ডা রেঞ্জ এলাকার
ছাগলিয়া থেকে বারডাঙ্গা যাওয়ার পথে জঙ্গল রাস্তার একটি মোড়ে হঠাৎ হাতি চলে আসে।
রাস্তায় থাকা দুজনের কোনভাবে একজন পালাতে সক্ষম হলেও,
অপর এক বাইক আরোহী সেখানে আটকে যায়। তিনি বাইক ফেলে প্রাণ নিয়ে
পালান। একটি দাঁতাল হাতি এসে ওই বাইকটিতে ভাঙচুর চালিয়েছে। এর দ্বারা আর
আতঙ্কিত জঙ্গলমহলের বিভিন্ন গ্রামের বাসিন্দারা।

যদ বনদপ্তরের পক্ষ থেকে
জানানো হয়েছে-“সকলকে সতর্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”




Previous articleJune Malia :জঙ্গলমহলের গ্রামে দিনভর জুন মালিয়া, ঢু-মারলেন পঞ্চায়েত অফিস,রেশন দোকান,স্বাস্থ্যকেন্দ্রে
Next articleShoot out: প্রকাশ্য দিবালোকে ঋণ সংস্থার কর্মীকে শুট আউট, হেলমেট এর উপরেই কয়েক রাউন্ড গুলি মাথায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here