Home Blog weather: পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৪২°,কমলো পৌরকর্মীদের কাজের সময়,রাস্তায় নামলো পুলিশ,পশুপাখিদেরও খোঁজ...

weather: পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৪২°,কমলো পৌরকর্মীদের কাজের সময়,রাস্তায় নামলো পুলিশ,পশুপাখিদেরও খোঁজ খবর নিতে পরামর্শ স্বাস্থ্য দপ্তরের

33
0

 

মেদিনীপুর: রাজ্যের উষ্ণতম
জেলাগুলির মধ্যে একটি পশ্চিম মেদিনীপুর জেলা। গত তিন দিনে ৪২ ডিগ্রি ছুই ছুই
তাপমাত্রা। বড় দুর্ঘটনা না ঘটলেও সতর্কতা জারি করল সমস্ত দপ্তর। বৈঠক করে সমস্ত
ব্লকে তৈরি থাকতে নির্দেশ স্বাস্থ্যকর্তার। গবাদিপশু ও অন্যান্য প্রাণীদের দিকেও
নজর রাখার পরামর্শ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে ছুটি ঘোষণা হল বিভিন্ন
বিদ্যালয় গুলিতে।রাস্তায় পথচারীদের পানীয় জল বিলি পুলিশের ৷

 

মেদিনীপুর শহরে কমিয়ে দেওয়া
হয়েছে দিনের বেলার রাস্তার কাজে থাকা পৌর কর্মীদের কাজের সময়। মেদিনীপুর পৌরসভার
চেয়ারম্যান সোমেন খান জানিয়েছেন-” মেদিনীপুরের তাপমাত্রা অনেকটাই বেশি। যে
কারণে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হবে সকলকে। পৌর স্বাস্থ্য কেন্দ্রগুলিকে তৈরি
থাকতে বলা হয়েছে। পৌরসভার কর্মীদের রোদের বেলা কাজের সময় কমিয়ে দেওয়া
হয়েছে।”

 

জেলার বিভিন্ন থানাগুলি থেকে
জলসত্র খুলে দেওয়া হয়েছে। রাস্তায় যাওয়া বিভিন্ন গাড়ি গুলিতে চালক ও
অন্যান্যদের পানীয় জল বিলি করছে পুলিশ। পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন-”
পুলিশের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে মানুষকে সতর্ক থাকার জন্য। পুলিশ
কর্মীদেরও তৈরি থাকতে বলা হয়েছে। পুলিশের সোশ্যাল সাইট গুলিতেও বিভিন্নভাবে
ইনফরমেশন দিয়ে আপডেট করা হচ্ছে মানুষের স্বার্থে।”

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক
ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী বলেন- ” ব্লক স্তরের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে
ইতিমধ্যেই বৈঠক হয়েছে। সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আশা কর্মী ও অন্যান্য
স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশিকা লিফলেট বিলি
করা হচ্ছে। সকলকেই অনুরোধ মানুষ ছাড়াও গবাদিপশু ও অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও
সতর্কতা অবলম্বন প্রয়োজন।”

 

মেদিনীপুর শহরে অরবিন্দ শিশু
উদ্যানে রয়েছে বিভিন্ন পশু পাখি এবং হরিণও। তাদের জন্য প্রতিদিনই এই মুহূর্তে
অতিরিক্ত পরিচর্যা শুরু হয়েছে। বেশ কয়েকবার ধরে স্নান করানো
, পর্যাপ্ত খাবার দেওয়া, প্রতিমুহূর্তে তাদের শরীরের
দিকে খোঁজ নিচ্ছেন কর্মীরাও।

দুদিনেই চাপ পড়েছে বিদ্যুত দফতরে
৷ শনিবার দিনভর বিভিন্ন স্থানে লোডশেডিং শুরু হয়েছে ৷ রবিবার সকাল থেকেই বিদ্যুত সরবরাহে
ব্যাবস্থা নিতে শুরু করেছে কর্মীরাও ৷


Previous articleAccident: প্রচন্ড জোরে বাইক চালিয়ে দরজা ভেঙে দোকানে ঢুকলো মেদিনীপুর মেডিক্যালের মদ্যপ জুনিয়ার ডাক্তাররা, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, ক্ষোভ সর্বত্র
Next articleFire: মেদিনীপুরে পেট্রল পাম্পের পাশে শর্টসার্কিট থেকে তিনতলা বাড়ির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে দমকলের দুটি ইঞ্জিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here