Home Blog deadbody recovery: গুড়গুড়িপালে জঙ্গল ও নদীতে পৃথক দুটি মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য

deadbody recovery: গুড়গুড়িপালে জঙ্গল ও নদীতে পৃথক দুটি মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য

19
0

 

গুড়গুড়িপাল: পৃথক দুটি
জায়গা থেকে দুটি মৃতদেহ উদ্ধার। প্রথমটি মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের
গুড়গুড়িপাল থানার নন্দগাড়ির জঙ্গলে। জানা গিয়েছে
, প্রায়
১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। থানায় নিখোঁজ ডায়েরিও
করা হয়েছিল। মঙ্গলবার জঙ্গলে কাঠ কাটতে গিয়ে তার ঝুলন্ত পচা দেহ দেখতে পান
গ্রামবাসীরা।

 ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। পুলিশ
জানিয়েছে ওই ব্যক্তির নাম জিতেন সিং (৪০)
, বাড়ি মেদিনীপুর সদরের
দেলুয়া এলাকায়। স্থানীয় বাসিন্দা শেখ নাজিম বলেন
, “ওই
ব্যক্তি গত ১৫ দিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তার খোঁজ চলছিল। পুলিশেও জানানো
হয়েছিল। লোকটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল খানিকটা। আজকে জঙ্গলের ভেতরে কাঠ পাতা
সংগ্রহ করতে এসে মহিলারা পচা দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান।” খবর পেয়ে
পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
 

অন্যদিকে বিকেলে চাঁদড়া গ্রাম
পঞ্চায়েতের নিশ্চিন্তপুর গ্রামের ইট ভাটার সামনে কংসাবতী নদীতে এক মহিলার মৃত
ভাসতে দেখেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়
পুলিশ। ওই মহিলার নাম লক্ষী সিং
, বাড়ি ওই এলাকার গোয়ালডাঙ্গা
গ্রামে। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Previous articleMinority :করোনা পর্বের পর বৈঠকে বসে সংখ্যালঘু কমিশন জানলো “নাবালিকা বিয়ে, কমবয়সী মাতৃ মৃত্যু অনেকটাই হয়েছে করোনা পর্বে”
Next articlecut money: “স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যা সরকারি ভর্তুকি পেয়েছে ২৮ হাজার টাকা,নেতাকে তোলা দিতে হল ১৫ হাজার”- জেলা শাসকের কাছে নালিশ মহিলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here