Home Blog cut money: “স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যা সরকারি ভর্তুকি পেয়েছে ২৮ হাজার টাকা,নেতাকে...

cut money: “স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যা সরকারি ভর্তুকি পেয়েছে ২৮ হাজার টাকা,নেতাকে তোলা দিতে হল ১৫ হাজার”- জেলা শাসকের কাছে নালিশ মহিলার

25
0

 

MIDNAPUR: সরকারি প্রকল্পে
পোল্ট্রি ফার্ম গড়তে টাকা পেয়েছিলেন স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা। তার কাছ থেকে
জোর করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষীকান্ত শীটের
বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়েছে জেলায়।

জানা গিয়েছে, নারায়ণগড় ব্লকের মকরামপুর পঞ্চায়েতের নয়াপুকুরের বাসিন্দা বিলাসী সিংহ
২৮ হাজার টাকা পেয়েছিলেন পোল্ট্রি ফার্ম করার জন্য সরকারি সাহায্য। অভিযোগ
,
সেই টাকা থেকে ১৫ হাজার টাকা কাটমানি হিসেবে দিতে হয়েছে স্থানীয়
তৃণমূল বুথ সভাপতির অ্যাকাউন্টে। বাকি ১৩ হাজার টাকা মঙ্গলবার ফেরত দেওয়ার আবেদন
জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসককে। বিলাসী সিংহ বলেন
, “সরকারিভাবে পোল্ট্রি ফার্ম করার জন্য ২৮ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে।
তারপরই নয়াপুকুরের তৃণমূল বুথ সভাপতি দীপক দে-র অ্যাকাউন্টে ১৫ হাজার টাকা দিতে
হয়েছে অঞ্চল সভাপতির কথামতো।

 ওই মহিলার অভিযোগ, “অঞ্চল
সভাপতি লক্ষ্মীকান্ত তাকে টাকা দিতে চাপ দেন। ডেকে পাঠিয়ে অর্ধেক টাকা দিতে হবে
বলেন দুদিনের মধ্যে। দিতে রাজি না হওয়ায় হুমকি দেওয়া হয়।” যদি লক্ষীকান্তর
দাবি
, “বিষয়টি নিয়ে কিছুই জানি না। কারো কাছে টাকা
চাইনি।”

 নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন উপভোক্তাদের
কাছ থেকে কাটমানি তুলেছেন নেতারা। পুকুর খননের কাজেও নানাভাবে টাকা তোলা হয়েছে।
বিভিন্ন জায়গায় অভিযোগও জানানো হয়েছে বলে জানিয়েছে ওই পরিবার। অবশেষে জেলা
শাসকের কাছে এসে টাকা ফেরত দেওয়ার আবেদন করলেন ওই মহিলা। মহিলা স্বামী জানান
, “২৮ হাজার টাকার ১৫ হাজার টাকা দেওয়ার পর ১৩ হাজার টাকা দিয়ে কিছু হবে
না। ফলে সরকারের টাকা ফেরত দিতে চেয়ে জেলা শাসকের কাছে আবেদন করেছি।”

মঙ্গলবার সন্ধায় জেলা তৃণমূলের
কো অর্ডিনেটর অজিত মাইতি বলেন-
“ দলের যে নেতা এমন করেছে তার বিরুদ্ধে ব্যাবস্থা
নেওয়া হয়েছে ৷ দল থেকে ছ-মাসের জন্য সরিয়ে দেওয়া হয়েছে ৷ দল এটাকে সমর্থন করেনা ৷ আমি
সকলকেই কড়া ব্যাবস্থা নিতে বলেছি ৷ সাধারন মানুষকেও অনুরোধ এমন কেউই টাকা চাইলে দেবেন
না ৷ কেউ করলে দল তাকে ছা়ড়বেনা ৷ ”


Previous articledeadbody recovery: গুড়গুড়িপালে জঙ্গল ও নদীতে পৃথক দুটি মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য
Next articlekurmi : ১২ ঘন্টার কুড়মী বনধ-এ বন্ধ করা হলো একের পর এক স্থান, রাজ্য সড়ক জাতীয় সড়কের পর খুলে রাখা স্কুল থেকে বের করে দেওয়া হলো ছাত্র-ছাত্রীদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here