মেদিনীপুর: মে দিবসকে একটু অন্যভাবে পালন করল মেদিনীপুর পৌরসভা।
পৌরসভার বিভিন্ন সাফাই কর্মী, ঝাড়ুদার সকলকে সংবর্ধনা সম্মান জানালো মেদিনীপুর পৌরসভা। পৌরসভার
চেয়ারম্যানের দাবি-“আন্তর্জাতিক এই দিবসটিতে শ্রমিকদের সম্মান জানানোই
লক্ষ্য ছিল। কারণ এরাই শহরকে পরিচ্ছন্ন রাখে”
মে দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি পালন
হয়েছে একাধিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। মেদিনীপুর শহরে এই দিবসটাকে অন্যভাবে
পালন করার উদ্যোগ নিয়েছিল মেদিনীপুর পৌরসভা। এই পৌরসভার অধীনে রয়েছে প্রায়
পাঁচশোর বেশি সাফাই কর্মী। তাদের সম্মাননার উদ্যোগ নেওয়া হয়েছিল এই মে দিবসে।
মেদিনীপুর পৌরসভাতে ডেকে তাদের হাতে ফুল মিষ্টির প্যাকেট দিয়ে, গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানান পৌরসভার
কাউন্সিলর ও চেয়ারম্যান।
চেয়ারম্যান সৌমেন খান বলেন -” দিনটিকে অন্যভাবে পালন করার
ইচ্ছে ছিল। আন্তর্জাতিক এই দিবসটিতে শ্রমিকদের সম্মান জানাতে চেয়েছিলাম আমরা। তাই
প্রতিদিন মেদনীপুর শহরকে পরিচ্ছন্ন যারা রাখে,
তাই সেই সাফাই কর্মীদের সম্মান জানালাম।”
পৌর কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগে রীতিমত অভিভূত সাফাই কর্মীরা।
কর্মীদের পক্ষ থেকে সজনী মুখী বলেন-“দীর্ঘদিন ধরেই আমরা
মেদনীপুর পৌরসভার সাফাই কর্মী হিসেবে কাজ করছি। কেউ কখনোই এভাবে সম্মান দেয়নি।
আমরা সত্যিই অনেক খুশি। অনেক চেয়ারম্যান ও পৌর বোর্ড গিয়েছে, কেউই সেভাবে ভাবেনি, আমরা
কৃতজ্ঞ ধন্যবাদ জানাই চেয়ারম্যানকে।”