Home Blog Bandebharat: কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে বন্দেভারতের ইঞ্জিনে, বিকল হয়ে ৫ ঘন্টা...

Bandebharat: কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে বন্দেভারতের ইঞ্জিনে, বিকল হয়ে ৫ ঘন্টা দাঁড়িয়ে রাস্তায়

34
0

 

খড়গপুর: বন্দেভারতের (BandeBharat)সফর শুরুতেই ধাক্কা পরিষেবাতে। রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ কালবৈশাখী
ঝড়ের মাঝে প্রচন্ড গতিতে হাওড়া অভিমুখে আসার পথে ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হলো
ট্রেন। উইন্ডসীল
, প্যানটোগ্রাফ, জানালার
কাঁচ সহ বিভিন্ন ক্ষতির কারণে ট্রেনটি দাঁড়িয়ে যায় বৈতরণী ও মঞ্জুরি রোড
স্টেশনের মাঝে। প্রায় ৫ ঘণ্টা পর ডিজেল ইঞ্জিন দিয়ে তাকে সেখান থেকে সরিয়ে আনতে
হয়।

 

১৮ই মে পুরী থেকে ভার্চুয়াল
পদ্ধতিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি পুরি হাওড়া বন্দেভারত এক্সপ্রেস এর
উদ্বোধন করেছিলেন। কদিন থেকেই পরিষেবা শুরু করেছিল ট্রেনটি। রবিবারও পুরি থেকে
যাত্রী নিয়ে হাওড়া অভিমুখে বের হয়েছিল ট্রেনটি। পুরি থেকে বেরিয়ে বৈতরণী ও
মঞ্জুরী রোড স্টেশনের মাঝে কালবৈশাখী ঝড়ের মুখে পড়ে। হঠাৎ করে রাস্তার পাশে থাকা
একটি গাছের ডাল ভেঙে ইঞ্জিনের সামনে পড়ে যায়। এতে চালকের সামনে থাকা মজবুত
উইন্ডশীল ফেটে যায়। ক্ষতি হয়ে যায় পানটোগ্রাফে। এছাড়াও ইঞ্জিনের একাধিক স্থানে
ক্ষতি হয়ে যায় দ্রুত। বগির বেশ কয়েকটি জানালার কাঁচ পর্যন্ত ফেটে যায়।

এই ঘটনায় সৌভাগ্যবশত কোন যাত্রীর
কোন ক্ষতি হয়নি। কিন্তু কালবৈশাখী ঝড়ের কারণে ওই ট্রেন লাইনে বিদ্যুৎহীন হয়ে
পড়ে। টেকনিক্যাল টিম দ্রুত মেরামতের জন্য এগিয়ে গেলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক
সম্ভব হয়নি ওই ট্রেনের জন্য। পাঁচ ঘণ্টা পর একটি ডিজেল ইঞ্জিন দিয়ে বন্ধে ভারতে
এক্সপ্রেসকে সেখান থেকে সরিয়ে আনা হয়।

খড়্গপুরে রেলওয়ে সিনিয়র ডিসিএম
রাজেশ কুমার জানিয়েছেন-” ক্ষতি অনেকটাই হয়ে গিয়েছে। মেরামতির প্রয়োজনের
কারণে ২২ মে তারিখে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনটির পরিষেবা বন্ধ থাকছে।”


Previous articleDilip Ghosh: “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব”-কুড়মিদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের, “কুড়মিদের গামছাতে হাত লাগিয়ে দেখাক”-পাল্টা কুড়মিরা
Next articlejangalmahal :মহড়া চলাকালীন মিগ-২৯ থেকে পড়ে গেল সন্দেহজনক ধাতব বস্তু, গোয়ালতোড় এর জঙ্গলে বোমাতঙ্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here