Home Blog Abhishek Banerjee: নবজোয়ার যাত্রাতে জঙ্গলমহলে ‘অভিষেক ব্যানার্জি ও মমতা বন্দ্যোপাধ্যায়’ দুজনেই,পাল্টেগেল নবজোয়ারের...

Abhishek Banerjee: নবজোয়ার যাত্রাতে জঙ্গলমহলে ‘অভিষেক ব্যানার্জি ও মমতা বন্দ্যোপাধ্যায়’ দুজনেই,পাল্টেগেল নবজোয়ারের যাত্রাপথ

24
0

 

মেদিনীপুর:
২৭ মে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করছে অভিষেক ব্যানার্জির নব জোয়ার যাত্রা। একাধিক
স্থানে রোড শো
, জনসভা। তবে
রাত্রিকালীন অধিবেশনে থাকছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভাব্য অধিবেশন স্থল
“শালবনী স্টেডিয়াম”।
তবে নেত্রীর উপস্তিতির কারনে অভিষেক
ব্যানার্জীর নবজোয়ার যাত্রা পথ পাল্টে গিয়েছে বৃহস্পতিবারই৷

তৃণমূলের
মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন-“অভিষেক ব্যানার্জি
আসছিলেন এই নবজোয়ার যাত্রাতে। আমাদের বাড়তি প্রাপ্তি নেত্রী নিজে উপস্থিত হবেন
অধিবেশনে। পঞ্চায়েত নির্বাচনের আগে এটা একটা বড় সুবিধা কর্মীদের কাছে।”

দলের
পক্ষ থেকে জানানো হয়েছে-ঝাড়গ্রাম জেলা থেকে পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি দিয়ে
প্রবেশ করবেন অভিষেক ব্যানার্জি। সেখানেই ওয়েলকাম পয়েন্ট করা হয়েছে। কেশিয়াড়ি
থেকে জাতীয় সড়ক ধরে খড়্গপুরের চৌরঙ্গী এলাকায় হাজির হবেন তিনি। চৌরঙ্গীতে
সামান্য বক্তব্য রাখার পরিস্থিতি তৈরি করা হচ্ছে।তবে সময় থাকলে সেটি হওয়ার
সম্ভাবনা রয়েছে ৷ 

সুজয়
হাজরা জানিয়েছেন-“চৌরঙ্গীতে বক্তব্য সেরে জাতীয় সড়ক ধরেই ধর্মা এলাকায়
হাজির হবেন। সেখানে প্রায় কুড়ি হাজার মানুষের জমায়েত থাকবে। কিছুটা বক্তব্য
দিয়ে জাতীয় সড়ক ধরে কেরানিচটিতে হাজির হবেন। ছোট্ট অনুরূপ পথসভা হবে সেখানে।
সেখান থেকে জাতীয় সড়ক ধরে শালবনীতে।” এর আগের দেওয়া সফর সুচীতে অভিষেক এর
নবজোয়ার যাত্রা কেশিয়াড়ি ও বেলদা হয়ে প্রবেশ করার কথা থাকলেও নেত্রী শনিবার
বিকেলেই শালবনীতে প্রবেশ করবেন জেনে সময়ের আগেই সফর শেষ করতে হচ্ছে ৷

শালবনি
স্টেডিয়ামে রাত্রি বাসের আয়োজন হচ্ছে। সেখানেই রাত্রি কালীন অধিবেশন ও নির্বাচনী
ভোট গ্রহণ। এই পর্বে উপস্থিত হওয়ার জন্য হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী হাজির হবেন
শালবনিতে। বিকেল থেকেই হাজির থাকবেন শালবনিতে। রাত্রে এই অধিবেশনে থেকে কর্মসূচি
দেখার পর মেদিনীপুর সার্কিট হাউসে ফিরবেন তিনি। রাতে সেখানে থেকে পরদিন পূর্ব
মেদিনীপুরের এগরার উদ্দেশ্যে রওনা হবেন।

তবে
এরপর দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়ে যাবে ২৮ মে অভিষেক ব্যানার্জির। তিনি
চন্দ্রকোনা রোড এলাকায় রোড শো করে আড়াবাড়ি জঙ্গলপথে কেশপুরে ক্ষুদিরাম বসুর
জন্ম ভিটাতে হাজির হবেন। সেখান থেকে শ্রদ্ধা জানিয়ে পরে চন্দ্রকোনা টাউন হয়ে
বিদ্যাসাগরের জন্মস্থান বীর সিংহ এলাকায় হাজির হবেন। পরে রোড শো করে ঘাটালের
শিমুলিয়া মাঠে জনসভা। বিকেলে ঘাটাল দাসপুরের মাঝে সবুজ সংঘ মাঠে হাজির হবেন তিনি।
সেখানে রাত্রি যাপন। পরদিন দাসপুর থেকে ডেবরা হয়ে পিংলা ও তেমাথানি এলাকা পর্যন্ত
রোড শো। তেমাথানিতে ঘাটাল সাংগঠনিক জেলাকে নিয়ে একটি বৈঠক করবেন তিনি।

এই
কর্মসূচি নির্বিঘ্ন রাখতে পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা প্রশাসনের
আধিকারিকদের তৎপরতাও যথেষ্ট রয়েছে। সম্ভাব্য সমস্ত স্থান পরিবর্তন করে পরিকাঠামো
তৈরি শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে দলের পক্ষ থেকেও দফায় দফায় বৈঠক ও
আয়োজন সম্পন্ন।

 

 


Previous articletrain accident :কানে হেডফোন লাগিয়ে রেললাইন পারাপার, ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু খড়্গপুরে
Next articleAbhisekh Banerjee: ঝাড়গ্রামে কুড়মিদের ক্ষোভে অভিষেক ব্যানার্জি, শনিবার নেত্রীকেই ঘাগরঘেরার ডাক কুড়মিদের. কুড়মিরা জানান দিল পুলিশকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here