Home Blog Panchayet election: দিলীপ ঘোষের পর সুশান্ত ঘোষ, নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন...

Panchayet election: দিলীপ ঘোষের পর সুশান্ত ঘোষ, নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন না সিপিএমের জেলা সম্পাদক

33
0

 

গড়বেতা: শাসক দল তৃণমূলের
বিরুদ্ধে দিনরাত লড়াই করেও শেষ পর্যন্ত নিজের গ্রামে নিজের বুথেই প্রার্থী দিতে
পারলেন না সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষের
নিজের গ্রাম গড়বেতার বেনাচাপড়া গ্রামে
, গ্রাম পঞ্চায়েত আসনে
নেই কোন সিপিআইএম প্রার্থী। সুশান্ত ঘোষের দাবি-” সেটি সংরক্ষিত আসন ছিল
,
শংসাপত্রের জটিলতায় প্রার্থী সংকট তৈরি হয়েছিল। তাই গ্রাম
পঞ্চায়েতের
প্রার্থী দিতে পারিনি শেষ মুহুর্তে ৷

তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা
সভাপতি সুজয় হাজরা বলেন-” দিলীপ ঘোষ থেকে সুশান্ত ঘোষ নেত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত বেশি বিষোদগার করবেন
, মানুষ তত বেশি
ওদের অপছন্দ করবে। ওদের পাশে দাঁড়াবার কেউ নেই বলেই ওরা নিজের এলাকাতেই প্রার্থী
দিতে পারেনি।”


উল্লেখ করা যেতে পারে, ঝাড়গ্রামে দিলীপ ঘোষ তার নিজের গ্রামেই বিজেপি প্রার্থী দিতে পারেনি।
ঝাড়গ্রাম এর বিজেপি সাংসদ কুনার হেমব্রমও নিজের গ্রামে প্রার্থী দিতে পারেনি
বিজেপির। রাজনৈতিক জল্পনা যা নিয়ে ছিল
। এবার সেই তালিকাতে
সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।ওই গ্রামে গ্রামপঞ্চায়েত আসনে সংরক্ষিত প্রার্থী থাকায় সংশাপত্রের জটিলতাতেই প্রার্থী নেই সিপিআইএমের৷



Previous articleDilip Ghosh: তৃণমূলকে হারাতে আর একা নয়, সব বিরোধীদলকে এক হওয়ার আহ্বান দিলীপ ঘোষের
Next articleElephant attack: খাবারে খোঁজে কাকভোরে গৃহস্থের বাড়িতে হানা দাঁতালের,না জেনে বাড়ি থেকে বেরোতেই মৃত্যু মহিলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here