Home Blog Accident : বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কা বাইকে, ঘটনাস্থলে মৃত্যু মহিলার, রাস্তা বন্ধ...

Accident : বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কা বাইকে, ঘটনাস্থলে মৃত্যু মহিলার, রাস্তা বন্ধ করে প্রাইভেট কার ভেঙে রাগ মেটালেন স্থানীয়রা

25
0

 

দাসপুরঃ বেপরোয়া প্রাইভেট
কারের ধাক্কা বাইকে। নতুন পালসার বাইকে থাকা ৩ বাইক আরোহী ছিটকে পড়লেন রাস্তার
উপরে। আশঙ্কাজনক অবস্থায় তিনজন করে উদ্ধার করে ভর্তি করা হলেও মৃত্যু এক মহিলার।
ঘটনায় রাস্তা অবরুদ্ধ করে সেই প্রাইভেট কারকে ভেঙে তছনছ করলেন ক্ষুব্ধ স্থানীয়
বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার
ডিহিচেতুয়া এলাকায়। মিতা মহিলার নাম গুরুবারি টুডু (৫৫)।

 

 

মৃতার ছেলে এদিন বলেন-” আমরা
একটি শ্রাদ্ধের অনুষ্ঠানে যোগ দিতে দুটি বাইকে করে সপরিবারে বেরিয়েছিলাম। প্রথমের
পালসার বাইকে ছিলেন আমার জামাইবাবু
, মা ও কাকিমা। পেছনের
একটি বাইকে আমি ও আমার বাবা ছিলাম। ওরা অনেকটা এগিয়ে গিয়েছিল। আমরা পেছন থেকে
এসে হঠাৎ দেখি রাস্তায় সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। প্রচন্ড জোরে আঘাত
লেগেছে। পাশেই চার চাকার গাড়িটা দুমড়ানো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। “

 

 

ঘটনাস্থলে দেখা যায় নতুন
রেজিস্ট্রেশন না হওয়া পালসার বাইকটি পাশেই ভেঙে পড়ে রয়েছে। প্রাইভেট কার টি
ফেলে রেখে পালিয়ে গিয়েছেন গাড়ির লোকজন। স্থানীয়রা জানাচ্ছেন-” বাইকে করে
বকুলতলার দিক থেকে আহতেরা আসছিলেন। আর চার চাকার গাড়িটি মেদিনীপুরের দিক থেকে
বকুলতলার দিকে যাচ্ছিল। সেখানেই সংঘর্ষ ঘটে।”

 

 

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা
ওই রাজ্য সড়কের ওপরে অবরোধ শুরু করে দেন। খুব্ধ স্থানীয় বাসিন্দারা বেধড়ক
ভাঙচুর করেন ওই চার চাকার গাড়িটিতে। পরিস্থিতি সামাল দিতে সেখানে ছুটে আসে দাসপুর
থানার পুলিশ। আহতদের প্রথমে নাড়াজোল স্বাস্থ্যকেন্দ্রে
, পরে সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে
নাড়াজোল এই মৃত ঘোষণা করা হয়েছে এক মহিলাকে।

#accident, #Daspur,#paschimmedinipur,#Ghatal,#Midnapur, #Medinipurlive


Previous articlepolitical clash : সকালে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে আক্রান্ত, রাতে আইএসএফ-বাম-এর ৩ প্রার্থী সহ অভিযোগকারীরাই যোগ দিলেন তৃণমূলে
Next articleAbhisekh Banerjee : উন্নয়নের রিপোর্ট কার্ডের ভিত্তিতে লড়াই হোক, ভোকাট্টা করে বিজেপিকে মাঠের বাইরে বের করে দেব: অভিষেক ব্যানার্জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here