Home Blog ELEPHANT ATTACK: রাতে মানিকপাড়াতে প্রায় ২০ টি বাড়ি তছনছ, সকালে আশাকর্মীকে খুন,হাতি...

ELEPHANT ATTACK: রাতে মানিকপাড়াতে প্রায় ২০ টি বাড়ি তছনছ, সকালে আশাকর্মীকে খুন,হাতি নিয়ে উদ্বেগ বাড়ছেই

34
0

গোয়ালতোড়: ঝাড়গ্রামে লাগাতার
হাতির হানায় মৃত্যুর পর এবার পশ্চিম মেদিনীপুরে
হাতির হানাতে মারা গেলেন এক মহিলা
আশাকর্মী। বুধবার সকালে জেলার গোয়ালতোড় থানা এলাকায় এক মহিলার
মৃত্যু হাতির হানায়। বনদপ্তর থেকে জানা গিয়েছে
, মৃত মহিলার
নাম শাশ্বতী সৎপতি (
45)। বাড়ি গোয়ালতোড় থানার কেচুরিয়াতে।
ওই মহিলা পেশায় আশাকর্মী। তবে কিভাবে ঘটলো হাতির হানা
, কারণ
নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়।
অন্যদিকে রাতেই পাশের জেলা ঝাড়গ্রামের
মানিকপাড়াতে হাতির দলের হামলাতে প্রায় কুড়িটি বাড়িকে তছনছ করেছে হাতি ৷ বর্ষাতে
বাড়িতে থাকার ক্ষেত্রে সমস্যা করেছে হাতি ৷

 

রূপনারায়ণ বন বিভাগে এর আগেও
একাধিকবার হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটেছে। কখনো হাতির লেজ ধরে টানতে গিয়ে
মৃত্যুর ঘটনা ঘটে
, কখনো আবার পূজো সেরে জঙ্গলপথে বাড়ি ফেরার
সময় পুরোহিতের মৃত্যু ঘটেছে। তবে এবার মৃত্যু ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে।
মহালিসাই রেঞ্জের আধিকারিক পিন্টু কুন্ডু জানিয়েছেন
, “দুরকম কারণ উঠে আসছে। অনেকের মুখে শোনা যাচ্ছে হাতিকে ধান খাওয়াতে
গিয়েছিলেন ওই মহিলা সেই সময় এই ঘটনাটি ঘটে। আবার অনেকে বলেন সকালে প্রাতঃভ্রমণের
পথে ঘটনাটি ঘটে। সঠিক কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।”
যাই হোক বুধবার সকালে
মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়েছে ৷

 

অন্যদিকে আগের রাতেই রাতভর হাতির
তান্ডব চলেছে পাশের ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ার শিমুলডাঙ্গা,ঠাকুরথান,বনকাটি
গ্রামে ৷ একেরপর এক মাটির বাড়ি ও ইঁটের ছোটবাড়িকে ভেঙে তছনছ করেছে ৷ আতঙ্কিত
গ্রামবাসীরা জানিয়েছেন- আতঙ্কে কেউই বাড়িতে থাকতে পারছেন না । তাছাড়া বর্ষাকালে
হাতির পালের দ্বারা বাড়ি ভেঙে যাওয়াতে থাকার ক্ষেত্রে বিপদ তৈরী হয়েছে
ভাঙাবাড়িতে ।  তবে ইতিমধ্যেই পশ্চিম
মেদিনীপুরে জেলার বনকর্তারা হাতির বড়ো ক্ষতি আটকাতে হাতির গতিপথ নিয়ে বিশেষ
বিশ্লেষন শুরু করেছেন ।


Previous articleJangalmahal :হায়নাকে বীরত্ব দেখিয়ে পিটিয়ে খুন করে ফেরার ছিল,চুপিসারে আত্মসমর্পন করতে যেতেই জেলে পাঠালেন বিচারক
Next articleদশবছর ধরে বন্যপ্রাণ রক্ষার্থে বট ও অশ্বত্থ লাগাচ্ছেন বৃদ্ধ সুভাষ, কুর্নিশ বনাধিকারিকদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here