মেদিনীপুরঃ ফের একই ঘটনা হাতির
আক্রমনে ৷ রাতভর খাবারের খোঁজে গ্রামের ভেতরে তান্ডব হাতির পালের ৷ পরে সকালে
অন্যত্র গ্রামের বাসিন্দা কাজে বেরিয়ে হাতির হামলার শিকার ৷এবারের ঘটনাটি ঘটেছে
মানিকপাড়া ও কলাইকুন্ডা রেঞ্জ এর দুটি স্থানে।
বৃহস্পতিবার ভোররাতে ঝাড়গ্রাম
জেলার মানিকপাড়া এলাকার কশাফুলিয়া গ্রামে ৯ টি হাতি প্রবেশ করে। গভীর ঘুমে
আচ্ছন্ন গ্রামবাসীদের মাটির ও ইটের বাড়ি পরপর ভাঙতে শুরু করে খাবারের খোঁজে।
আতঙ্কিত গ্রামবাসীরা কোনভাবে সরে গিয়ে রক্ষা পায়। তবে সকাল হওয়ার আগেই চারটি
বাড়ি ভেঙে তছনছ করে ফেলে। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ নতুন করে।
অন্যদিকে কলাইকুন্ডা রেঞ্জ এর
চুনাপাড়া এলাকায় এক ব্যক্তি কাজে বেরিয়েছিলেন বৃহস্পতিবার সকালে। হাতি তাকে
সামনে পেয়ে রাস্তায় আছড়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি।
আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ ও বনদপ্তর চিকিৎসার জন্য পাঠিয়েছে।