Home Blog 21 July : শহীদ সমাবেশ ফেরত তৃণমূল কর্মীদের বাস দুর্ঘটনা খড়্গপুরে, মৃত্যু...

21 July : শহীদ সমাবেশ ফেরত তৃণমূল কর্মীদের বাস দুর্ঘটনা খড়্গপুরে, মৃত্যু হল একজনের, আহত ৫০ অধিক

33
0

 

খড়গপুর: শহীদ সমাবেশ ফেরত তৃণমূল
কর্মী ভর্তি বাস দুর্ঘটনার কবলে। প্রচন্ড গতিতে টার্নিং নিতে গিয়ে জাতীয় সড়কের
পাশে নয়য়ানজুলিতে উল্টে গেল বাস। ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর
, আহত হলেন পঞ্চাশ অধিক তৃণমূল কর্মী। উদ্ধার করে সকলকে ভর্তি করা হলো মেদিনীপুর
মেডিকেল কলেজ হাসপাতালে।

 

তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা
বলেন-” বান্দোয়ান থেকে একটি বাসে করে অন্যান্যদের মতো তৃণমূল কর্মীরা
কলকাতার শহীদ সমাবেশে গিয়েছিলেন। সেখান থেকেই ফিরছিলেন ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে।বিকেল
৫টা ৩০ নাগাদ পথে খড়্গপুরের রূপনারায়নপুর এলাকায় বাসটি একটি টার্নিং নেওয়ার
চেষ্টা করেছিল। বৃষ্টিতে জাতীয় সড়ক পিচ্ছিল অবস্থায় ছিল। তাতেই স্লিপ করে বাসটি
দুটো পাল্টি হয়ে একেবারে নয়ানজুলিতে পড়ে যায়। আমার গাড়িও পেছনেই ছিল। দ্রুত
সেখানে গিয়ে সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে আসা হয়েছে। এখানে মৃত্যু হয়েছে বিকাশ টুডু (৩০)নামে এক টিএমসি কর্মীর
 জন
গুরুতর আহত হয়েছেন অনেকেই।”

সন্ধা নাগাদ সেখানে হাজির হয়েছিলেন মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন- ” মারা গিয়েছেন একজন ৷ আহত রয়েছেন পঞ্চাশ জনের বেশি ৷ প্রয়োজনীয় সমস্ত রকমের ব্যাবস্থা নেওয়া হচ্ছে ৷”

 

আহতদের চিকিৎসা পরিষেবা দ্রুত
শুরু হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে বিভিন্ন আধিকারিকরা হাজির
হন। ছিলেন তৃণমূলের জেলা নেতৃত্ব ছাড়াও বিধায়করা।

ঘটনায় আহত পবন দাস নামে এক যুবক
বলেন-” বাসটা প্রচন্ড গতিতেই আসছিল। একটি মোড় বাঁক নেওয়ার সময় যেকোনো
কারণে নিয়ন্ত্রণ হারায় ও পাল্টি খায়। তাতেই সকলে আহত হয়েছি।”


Previous articleThunder death : অল্প বৃষ্টিতেই বজ্রপাত, মাঠেই মৃত্যু হল তিনজনের, বজ্রাহত আরও তিন
Next articleTMC : মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে আটক যুবক “মানসিক ভারসাম্যহীন” দাবি স্ত্রী পুনম বিবি-র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here