Home Blog Midnapur: দুর্গাপুজোর আগেই মেদিনীপুর শহরে বিনোদনের জন্য ভাসমান রেস্টুরেন্ট, নদীপক্ষে বিশেষ...

Midnapur: দুর্গাপুজোর আগেই মেদিনীপুর শহরে বিনোদনের জন্য ভাসমান রেস্টুরেন্ট, নদীপক্ষে বিশেষ আলোকসজ্জা

28
0

মেদিনীপুর: সামনের দুর্গাপুজোর আগেই পশ্চিম মেদিনীপুরের মেদনীপুর শহরে বিনোদনের জন্য আরো বেশ কিছু পদক্ষেপ প্রশাসনের। “আই লাভ মিডনাপুর” সফল হওয়ার পর কংসাবতী নদীপক্ষে ভাসমান রেস্টুরেন্ট করার উদ্যোগ প্রশাসনের। সেই সঙ্গে গভীর নদীর বক্ষেই বিশেষ লাইটিং। জানালেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান।

মেদিনীপুর শহরের পাশে কংসাবতী নদীর তটে গান্ধীঘাট এলাকায় এক বছর হল তৈরি হয়েছে “আই লাভ মিডনাপুর” নামে বিশেষ পর্যটন ক্ষেত্র। মানুষের নদীর ধারে বসার জন্য কিছুটা বিনোদন হবে মনে করে এটা তৈরি করা হয়েছিল। বর্তমানে সেটি ১০০ শতাংশ সফল। তাই একগুচ্ছ নতুন পদক্ষেপ নিতে চলেছে মেদিনীপুর পৌরসভা।

সোমবার মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন-” প্রথম উদ্যোগটি যেভাবে সফল হয়েছে আমরা এতটা আশা করিনি। তাই এবার দুর্গা পুজোর আগেই নতুন একগুচ্ছ পদক্ষেপ হবে। যার প্রথমটি হল এই নদীপক্ষে জলের ফোয়ারা হবে বিশেষ আলোকসজ্জা দিয়ে। নদীর ঘাটটিকে বিভিন্নভাবে ইতিমধ্যে বাঁধিয়ে ফেলা হয়েছে।পাড় বরাবর এক কিলোমিটার এরও বেশি জায়গা হাঁটার উপযুক্ত ফুটপাত তৈরি করা হবে । সেই সঙ্গে নদীর ওপরে ভাসমান একটি রেস্টুরেন্ট করা হচ্ছে। লঞ্চে থাকা এই রেস্টুরেন্ট নদীবক্ষে ঘোরাফেরা করবে। প্রয়োজনে দুর্যোগ মোকাবেলায় এই লঞ্চকেই আবার ব্যবহার করা হবে। এই উদ্যোগ সফল করতে ইতিমধ্যেই বিদায়কা জুন মালিয়া পর্যটন দপ্তরের সঙ্গে কথা বলে ফেলেছেন। খুব শীগ্রই কাজ শুরু করছি আমরা।”


Previous articleMurder: ঘাটালের সিপিআইএম প্রার্থীর এজেন্টের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হল পাট এর জমি থেকে, চাঞ্চল্য এলাকায়
Next articleMidnapur : মেদিনীপুর শহর পরিচ্ছন্নতায় গতি আনতে ৯টি হাইড্রোলিক গাড়ি, এলো হরিয়ানা থেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here