Home Blog Midnapur : মেদিনীপুর শহর পরিচ্ছন্নতায় গতি আনতে ৯টি হাইড্রোলিক গাড়ি, এলো হরিয়ানা...

Midnapur : মেদিনীপুর শহর পরিচ্ছন্নতায় গতি আনতে ৯টি হাইড্রোলিক গাড়ি, এলো হরিয়ানা থেকে

31
0

 

মেদিনীপুর: মেদিনীপুর পৌরসভার
নতুন পৌরবোর্ড গঠন হওয়ার পর থেকেই একাধিক নতুন পদক্ষেপ নেওয়া শুরু
হয়েছিল। মুখ্যমন্ত্রী নির্দেশে শহরের রাস্তা সম্প্রসারণ ও সৌন্দর্যায়ন শুরু
হয়েছে। এবার পরিছন্নতায় জোর আনতে
খানিকটা আধুনিক
হাইড্রোলিক গাড়ি
র আয়োজন পৌরসভার ৷লো
আরও ৯ টি
গাড়ি। মঙ্গলবার বিকেলে এসে পৌঁছালো মেদিনীপুর
পৌরসভায়।

 

মেদিনীপুর পৌরএলাকায় ২৫ টি
ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডগুলিতে প্রায় দেড় হাজার সাফাই কর্মী কাজ করেন। অলিতে
গলিতে ঢুকে টলির মাধ্যমে সাফাই কর্মীরা
, সেই আবর্জনা সংগ্রহ করে
বড় একটি স্থানে নিয়ে এসে জমা করেন। পরে সেখান থেকে বড় লরি বা ডাম্পার গিয়ে
মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দিয়ে আসে। এইকাজে খানিকটা গতি
আনতে সম্প্রতি পৌরসভা ছোট হাইড্রোলিক গাড়ির বরাত দিয়েছিল হরিয়ানার একটি
কোম্পানিকে। ২৫ টি ওয়ার্ডে ২৫ টি ঐরকম গাড়ি রাখার কথা। যেগুলি ট্রলি থেকে সরাসরি
কোথাও জমা না করে আবর্জনা ওই গাড়িতে সংগ্রহ করা হবে। গাড়িগুলি সরাসরি ডাম্পিং
গ্রাউন্ডে গিয়ে আবর্জনা ফেলে দেবে। কমবে আরেকটি চেন। হরিয়ানার সেই কোম্পানি
ইতিমধ্যে পাঁচটি গাড়ি সরবরাহ করেছিল মেদিনীপুর পৌরসভাকে। মঙ্গলবার বিকেলে এসে
পৌঁছালো আরো নটি গাড়ি।

 

মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান
সৌমেন খান এদিন বলেন-” ২৫টি ওয়ার্ডের জন্য ২৫ টি গাড়ি অর্ডার দেওয়া
হয়েছে। পাঁচটি এসে গিয়েছিল আগেই
, ৯ টি আজকে এসেছে। আরো ১১
টি শীঘ্রই আসছে। এরদ্বারা সাফাই বা পরিচ্ছন্নতার কাজে আরো গতি আসবে মেদিনীপুর
শহরে।”


Previous articleMidnapur: দুর্গাপুজোর আগেই মেদিনীপুর শহরে বিনোদনের জন্য ভাসমান রেস্টুরেন্ট, নদীপক্ষে বিশেষ আলোকসজ্জা
Next articleMedinipur Live : মেদিনীপুরে হকারদের ঋন দেওয়ার উদ্যোগ মেদিনীপুর পৌরসভার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here