Home Blog June Mali : মেদিনীপুর শহর সংলগ্ন ১৭ হাজার ছাত্রছাত্রীর পোশাক তৈরি করলেন...

June Mali : মেদিনীপুর শহর সংলগ্ন ১৭ হাজার ছাত্রছাত্রীর পোশাক তৈরি করলেন “স্বয়ংসিদ্ধা”, হস্তান্তর করলেন জুন মালিয়া

18
0

 

মেদিনীপুর: মেদিনীপুর পৌরসভা
এলাকার প্রাথমিক ও উচ্চবিদ্যালয় মিলিয়ে প্রায় ১৭ হাজার ছাত্রছাত্রের স্কুলের
ইউনিফর্ম তৈরি করলেন পৌরসভার অন্তর্গত থাকা স্ব সহায়ক দলের মহিলারা। কয়েক মাস
ধরে এই কাজ শেষের প্রথম পর্যায়ে তাদের তৈরি পোশা
কের এক সেট
ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিলেন জুন মালিয়া। উৎসাহ দিলেন আরো স্বনির্ভর হওয়ার
জন্য।

 

মেদিনীপুর পৌরসভার অন্তর্গত
সহায়ক দল রয়েছে ১২৭০ টি। পৌরসভা এদের আর্থিক সমৃদ্ধির লক্ষ্যে একাধিক প্রকল্প
নেওয়ার চেষ্টা করেছে। সম্মিলিত এই
সস্বহায়ক দলের মহিলাদের
পোশাকি নাম দেওয়া হয়েছে “স্বয়ংসিদ্ধা”। কয়েক মাস আগে এই স্বসহায়ক
দলের মহিলাদের রাজ্য সরকারের একটি প্রকল্পের বরাত দেওয়া হয়েছিল। সেটি ছিল
মেদিনীপুর পৌরসভার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়গুলির ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম
তৈরির কাজ। এই কাজে নেমে পৌরসভা দেখতে পেয়েছিল অনেক মহিলারা
এই কাজটি ঠিক করে জানেন না, অনেকে জানলেও তার পোশাক
তৈরির সেলাই মেশিন নেই। তাই সেই মহিলাদের প্রশিক্ষণ দিয়ে পৌরসভার মেশিন দেওয়া
হয়। পৌরসভার আওতায় থাকা মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের দোতলায় সেই পোশাক
তৈরির প্রশিক্ষণ নিয়ে তৈরি শুরু হয়েছিল
কয়েক মাস ধরে
ছাত্র-ছাত্রীদের পোশাকে
প্রথম সেট তৈরি সম্পন্ন হয়েছে সম্প্রতি

 

 

শনিবার মেদিনীপুর পৌরসভার সভাগৃহে
অনুষ্ঠানের মাধ্যমে সেই পোশাক ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন বিধায়িকা জুন
মালিয়া সহ পৌর প্রতিনিধিরা।

বিধায়িকা জুন মালিয়া
বলেন-” এই উদ্যোগটা সত্যিই ভাল ছিল। কয়েক হাজার মহিলারা এর দ্বারা স্বনির্ভর
হতে পারবেন। কাজের গুণমান আরো ভালো হবে। মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য
, এই উদ্যোগ নিয়ে সেটা অনেক সফল।”


Previous articleForest Raid : আদালতের রায়ে ফের কাঠ চেরাই মেশিনকেই ক্রেন দিয়ে তুলে নিয়ে গেল বন দফতর
Next articleAccident: মধ্যরাতে মর্মান্তিক দুর্ঘটনা! দ্রুত গতিতে মার্সিডিজ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মী সহ তিনজনের, আহত ৩। ঘাটালেও বেপরোয়া লরি পিষে দিলো পাঁচজনকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here