Home Blog Ghatal : “প্রধান অথবা উপপ্রধান করতে হবে আদিবাসী থেকে”, দাবি না মানা...

Ghatal : “প্রধান অথবা উপপ্রধান করতে হবে আদিবাসী থেকে”, দাবি না মানা হলে বোর্ডগঠন কক্ষে আদিবাসীরা ঢুকলো তীর-ধনুক নিয়ে,রাস্তা অবরোধ, উত্তেজনা ঘাটালে

20
0

 

ঘাটাল: কথা রাখেনি কেউ, নির্বাচনের ফল ঘোষনার পর তৃণমূল
কংগ্রেসের তরফে  আশ্বাস দেওয়া হয়েছিল
পঞ্চায়েতে সম্মানজনক পদ দেওয়া হবে আদিবাসী সম্প্রদায়ের প্রার্থীকে। কিন্তু বোর্ড
গঠনের সময় নাকি কথা রাখেনি তৃণমূল। আদিবাসী অধ্যুষিত এলাকা হলেও প্রধান বা উপপ্রধান
কেউই আদিবাসী সম্প্রদায়ের নয় ৷ তাই আদিবাসী থেকে প্রধান অথবা উপপ্রধান করার দাবিতে
তীর
ধনুক,লাঠি বল্লম নিয়ে বোর্ড গঠন কক্ষে
প্রবেশ করলেন আদিবাসীরা ৷ ভেস্তে গেল বোর্ড গঠন ৷ দাবি না মানতে শুরু হল আদিবাসীদের
রাস্তা অবরোধ ৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম
পঞ্চায়েতের।

 

মোহনপুর  পঞ্চায়েতের মোট ২৮ টি আসনের মধ্যে তৃণমূল
পেয়েছে ২৩ টি এবং বিজেপি পেয়েছে পাঁচটি। তৃণমূলের জয়ীদের মধ্যে আদিবাসী তৃণমূল
প্রার্থী রয়েছেন বিজলা হাঁসদা
আদিবাসীরা দাবি
করেছিলেন
– পাশপাশি বহু আদিবাসী গ্রাম রয়েছে । তাই প্রধান অথবা
উপপ্রধান আদিবাসীদের থেকে করা হোক । শুক্রবার বোর্ড গঠন পর্বে আদিবাসী থেকে কাউকেই
প্রধান অথবা উপপ্রধান করা হচ্ছেনা জানতে পেরে ক্ষেপে যায় আদিবাসীরা । বোর্ড রুমেই
তীরধনুক বল্লাম, টাঙ্গী নিয়ে প্রবেশ করে যায় আদিবাসীরা । ক্ষোভ দেখাতে শুরু করেন ।
পঞ্চায়েত অফিসের বাইরেও চলে বিক্ষোভ । পরিস্থিতি দেখে বেঠকে বসেন আধিকারিকরা ।
তাতেও সমাধান হয় নি । নিজেদের দাবিতে অনড় আদিবাসীরা বাইরে বেরিয়ে রাস্তায় অবরোধ
শুরু করে দেন । ফলে বোর্ড গঠন প্রক্রিয় ভেস্তে যায় ।

 

আদিবাসীদের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা
বিজয় টুডু বলেন
– “নির্বাচনের সময় এখানের শাসকদলের নেতারা বলেছিলেন আদিবাসী
গ্রামের আধিক্য থাকায় আদিবাসী জয়ীদের সম্মানজক পদ দেওয়া হবে ৷ আমরাও দাবি করেছিলাম
প্রধান অথবা উপপ্রধান কেউ একজন আদিবাসীদের থেকে হোক ৷ কিন্তু দেখা যাচ্ছে বোর্ড গঠনের
সময় তা হচ্ছেনা ৷ তাই আমাদের বিক্ষোভ ৷ আমাদের দাবি তৃণমূলের জয়ী আদিবাসী মহিলাকে
প্রধান বা উপ প্রধান করতে হবে৷দাবি না মানা পর্যন্ত রাস্তা অবরোধ চলবে


টিএমসি
ঘাটাল ব্লকের সভাপতি দিলিপ মাঝি বলেন
– “ আদিবাসীরা যে দাবি করেছেন
তা নিয়ে সমস্যা তৈরী হয়েছিল ৷ ফলে বোর্ড গঠন করা যায় নি ৷ আমরা আদিবাসীদের সাথে আলোচনাতে
বসবো ৷ প্রশাসনের কাছে পুনরায় সময় নিয়ে বোর্ড গঠন করা হবে ৷


Previous articleGhatal : গ্রামপঞ্চায়েত বোর্ড দখলের পর গঙ্গাজল ছড়িয়ে পঞ্চায়েত কার্যালয় শুদ্ধ করে চেয়ারে বসলেন বিজেপির প্রধান ও উপপ্রধান
Next articleMedinipur :কলকাতায় বিজেপি জে পি নাড্ডা, অন্যদিকে বিজেপি জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপি, উত্তেজনা মেদিনীপুরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here