Home Blog সবুজ সংকেত মিলতেই মোহনপুর ব্রিজে শিথিল হল ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

সবুজ সংকেত মিলতেই মোহনপুর ব্রিজে শিথিল হল ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

43
0

অবশেষে শিথিল হল ভারী গাড়ি যাতায়াতের। ৮ মেট্রিক টন নয়, এবার যাতায়াত করতে পারবে ২৫ মেট্রিক টন ভারী গাড়িও। তবে মানতে হবে একাধিক নিয়ম। কড়া নজরদারি থাকবে তা মানা হচ্ছে কিনা। তবে পুজোর আগে এই শিথিলতা অনেকটা সুবিধা দেবে বলে দাবি ব্যবসায়ী সংগঠনের। পুরনো ওই বীরেন্দ্র সেতু অর্থাৎ মোহনপুর ব্রিজ বিপজ্জনক ছিল সংস্কারের অভাবে। দেড় বছর ধরে ভারী গাড়ি বন্ধ রেখে সংস্কারের কাজ শুরু হয়েছিল। সংস্কারের পর সম্প্রতি ব্রিজের উপর লোড টেস্ট হয়। তার জন্য কয়েকদিন যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। জাতীয় সড়ক কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা সেই পরীক্ষার পর লোড টেস্ট করে সবুজ সংকেত দিতেই বৃহস্পতিবার রাত থেকে ভারী গাড়ি চলাচল শুরুর অনুমতি দিয়ে বোর্ড লাগানো হয়। তবে মানতে হবে একাধিক নিয়ম। বোর্ডে লেখা হয়েছে ২৫ মেট্রিক টন পর্যন্ত ভারী গাড়ি যাতায়াত করতে পারবে এবং একটি গাড়ি থেকে আরেকটি গাড়ির দূরত্ব ২০ মিটার রাখতে হবে। গাড়ির গতিবেগ থাকবে ৩০ কিলোমিটার প্রতি ঘন্টায়। তা দেখার জন্য পুলিশ মোতায়েন থাকবে বলেও জানা গিয়েছে।

Previous articleআর কলকাতা নয়, এবার মেদিনীপুর মেডিক্যালে তৈরি হবে সুপার স্পেশালিটি ব্লক, মিলবে আরও ৬ টি জরুরি পরিষেবা
Next articleজলে ডুবেছে বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে যাতায়াত, দুর্ঘটনার দায় কে নেবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here