Home Blog ফের চর্চায় আমড়াতলা ড্যাম্প, স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু মেদিনীপুর মেডিক্যালের...

ফের চর্চায় আমড়াতলা ড্যাম্প, স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু মেদিনীপুর মেডিক্যালের ইন্টার্নের

26
0

মেদিনীপুর : ফের চর্চায় উঠে এলো মেদিনীপুর সদর ব্লকের বিতর্কিত সেই আমড়াতলা ড্যাম্প। মেদিনীপুর শহর থেকে  কয়েক কিমি দূরে থাকা জঙ্গলের ধারে সেই ড্যাম্পে বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল মেদিনীপুর মেডিক্যাল কলেজের এক ইন্টার্নের। পুলিশ উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃত ইন্টার্ন সৌরভ কুমার (২৪)। তাঁর পরিবারকে খবর দিয়েছে পুলিশ ৷ উল্লেখ্য, এর আগে ওই ড্যাম্পের ধারে ঘুরতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এক হবু চিকিৎসক ও নার্স। পুলিশ ওই এলাকা গিয়ে ব্যবস্থা নিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এবার স্নান করতে গিয়ে ডুবে মৃত্যুর ঘটনা ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, মেদিনীপুর শহর থেকে চারজন যুবক বৃহস্পতিবার দুপুরে দেড়টা নাগাদ এই ড্যাম্পে স্নান করতে হাজির হয়েছিল। তাঁরা স্নান করতে নেমে একজন তলিয়ে যায় বলে। পরে গুড়গুড়িপাল থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতা চায়। গ্রামবাসীরা সেখানে নেমে ডুবে থাকা যুবককে উদ্ধার করে ৷ পুলিশ ওই যুবককে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করলে সেখানে কিছুক্ষণ পরেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর মেডিক্যালের ইন্টার্ন ছিল সৌরভ কুমার ৷ নিজের বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে স্নান করতে গিয়েছিল ড্যাম্পে। সেখানেই দুর্ঘটনা ঘটে ৷ এই ড্যাম্পে ঘুরতে গিয়ে গত কয়েকমাসে বেশ কিছু দুর্ঘটনা সামনে এসেছিল। শেষবার মেদিনীপুর মেডিক্যালেরই এক হাউস স্টাফ ও অন্যস্থানের এক নার্স দুজনে ঘুরতে গিয়ে দুষ্কৃতির খপ্পরে পড়েছিল। যুবককে মারধরের অভিযোগ উঠেছিল। রাতেই অভিযান চালিয়ে পুলিশ গভীর রাতে জঙ্গলের পাশে থাকা গ্রামের একটি বাড়ি থেকে যুবতীকে উদ্ধার করেছিল। সেই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল। তারপর থেকে টহল ছিল পুলিশের। ঘটেনি তেমন ঘটনা ড্যাম্প সংলগ্ন এলাকাতে। এবার সেই ড্যাম্পে স্নান করতে নেমে মারা মৃত্যুর ঘটনা।
Previous articleGhatal flood : আগের বন্যাতে অনেকেকেই সাপে কামড়েছিল৷ বন্যা শুরু হতেই ঘাটালের সব স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত এন্টিভেনাম মজুতের নির্দেশ জেলাশাসকের
Next articleচাঁদা আদায়ের নামে জুলুম, গাড়ির চালককে মারধর, উত্তেজনা এলাকায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here