Home Blog মেদিনীপুর শহরে বন্ধ হচ্ছে টোটো!

মেদিনীপুর শহরে বন্ধ হচ্ছে টোটো!

22
0
মেদিনীপুর শহরে যানজট এড়াতে পুজোর আগেই রাশ টানল টোটোতে। ষষ্ঠী থেকে দশমী শহরের রাস্তায় বন্ধ থাকবে টোটো-অটো। তবে  নম্বরহীন টোটো বন্ধ থাকবে ১১ অক্টোবর থেকেই। মঙ্গলবার এমনই জানালেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। তারপরই নম্বরহীন টোটো চালকেরা সমবেত হলেন টিভি টাওয়ার মাঠে। সেখান থেকে কোতওয়ালী থানায় একটি ডেপুটেশন দেওয়ার উদ্যোগ নেওয়া হয় পুজোর আগে টোটো চালানোর অনুমতি চেয়ে।
 মেদিনীপুর শহরে কয়েক হাজার টোটো প্রতিদিনই রাস্তায় ঘোরে। শহরের বাইরেও গ্রামাঞ্চলের দিক থেকেও রোজগারের সন্ধানে টোটো নিয়ে শহরে উপস্থিত হয় অনেকেই। ফলে শহরে টোটো যানজট কোনভাবেই কাটাতে পারেনি প্রশাসন। এর আগেও একাধিকবার পদক্ষেপ নিয়েছিল। তবে পুজোর মুখে যাতে শহরে যানজট না হয় তার জন্য কড়া পদক্ষেপ নিল পুলিশ-প্রশাসন ও পৌরসভা। তার জন্য একটি বৈঠকও হয়েছে প্রশাসনিকভাবে। পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, “নম্বরবিহীন কোন টোটো ১১ অক্টোবর থেকে শহরের রাস্তায় চলবে না। এবং ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নম্বর ও নম্বর বিহীন টোটো চলাচল বন্ধ থাকবে সম্পূর্ণ। এর জন্য পুলিশ প্রশাসন কড়া নজরদারি রাখছে।” নম্বরবিহীন টোটো চালকদের দাবি, “পুজোর আগে তাদের টোটো চালানোর অনুমতি দেওয়া হোক। তাদের পরিবার রয়েছে। পুজোর আগে বন্ধ করে দিলে সংসার চলবে কিভাবে?”
Previous articleচাঁদা আদায়ের নামে জুলুম, গাড়ির চালককে মারধর, উত্তেজনা এলাকায়
Next articleবিদ্যালয়ের উদ্যোগে শুরু হওয়া দুর্গা পুজো হয়ে উঠল সর্বজনীন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here