Home Blog বাঁদনা পরবে হাতির তাণ্ডব, ব্যাপক ক্ষতি ফসলের, বনকর্মীদের দেখা না মেলার অভিযোগ

বাঁদনা পরবে হাতির তাণ্ডব, ব্যাপক ক্ষতি ফসলের, বনকর্মীদের দেখা না মেলার অভিযোগ

30
0

ধান পাকতেই হাজির হয়ে গিয়েছে দলমার দাঁতাল বাহিনী। বিঘার পর বিঘা পাকা ধান জমিতে তান্ডব। বাড়িতে ধান তোলার আগেই মাঠেই নষ্ট সোনালী ফসল। বাঁদনা পরবের অনুষ্ঠানেও সেভাবে মেতে উঠতে পারছেন না হাতি অতিষ্ঠ গ্রামের মানুষজন। তাদের অভিযোগ বনদপ্তরের লোকজনের দেখাও মেলেনি। হাতির পালকে সরানোর কোন উদ্যোগ নেয়নি। উল্লেখ্য, গত তিনদিন ধরে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জের হেতাশোল, ডুমুরকোঠা, ভ্রমরমারা, পলাশিয়া এলাকায় পাকা ধান খেয়ে পায়ে মাড়িয়ে নষ্ট করে দিয়েছে। কয়েকদিনে ১০০ বিঘা ধানের জমি ক্ষতি করেছে বলে স্থানীয়দের দাবি।

 স্থানীয় বাসিন্দা যোগেন্দ্রনাথ মাহাত বলেন, “সন্ধ্যা হলেই হাতির পাল নেমে পড়ছে ধান জমিতে। আর এক সপ্তাহ পর বাড়িতে তোলা হবে ফসল। তার আগেই নষ্ট করে দিচ্ছে। সারারাত জেগে চেষ্টা চলছে হাতি তাড়ানোর। বনকর্মীদের দেখা মেলেনি।” অপর বাসিন্দা দীনবন্ধু মাহাত বলেন, “এখন বাঁদনা পরব চলছে। পাশাপাশি অনেক এলাকায় কালীপুজো উপলক্ষে অনুষ্ঠান রয়েছে। হাতির পালের জন্য উৎসব অনুষ্ঠানে যেতে পারছি না। বনদপ্তরের পক্ষ থেকে কোন সাহায্য মিলছে না। অফিসে গেলে শুধু তেল আর হুলা তৈরির বস্তা দিয়ে দিচ্ছে। পর্যাপ্ত ক্ষতিপূরণও মেলে না।” চাঁদড়া রেঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক সৈকত বিশ্বাস বলেন, “বনকর্মীরা হাতির পালের গতিবিধির উপর সবসময় নজরদারি রেখেছে, বিভিন্ন এলাকায় অনুষ্ঠান হচ্ছে যাতে বিঘ্ন না ঘটে। পাশাপাশি কালীপুজো ও বাঁদনা পরবের জন্য লোক সংখ্যার অভাব রয়েছে। পরব মিটে গেলে হাতির পালকে সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”
Previous article‘রাম রাবণের যুদ্ধে’ আতশবাজিতে চোখ উড়ল ছাত্রের, পথ দুর্ঘটনায় জখম সিভিক ভলান্টিয়ার
Next articleMedinipore: যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত গৃহবধূ, অধিকারের দাবিতে কুড়ুল দিয়ে গেটের তালা ভেঙে ঢুকলেন শ্বশুরবাড়িতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here