Home Blog বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে আগুন, পুড়ে মৃত্যু হল মেদিনীপুরের বাসিন্দা স্বামী-স্ত্রীর

বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে আগুন, পুড়ে মৃত্যু হল মেদিনীপুরের বাসিন্দা স্বামী-স্ত্রীর

27
0

শালবনী: মর্মান্তিক দুর্ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরে দুজনের। শালবনীর বুড়িশোল এলাকায় রাজ্য সড়কের ওপর বেসরকারি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষের পরেই প্রাইভেট কারটিতে মুহূর্তে ভয়ংকর আগুন লেগে যায়। গাড়ির ভেতরেই আটকে পড়ে মৃত্যু হল স্বামী ও স্ত্রীর। বাসেও আহত হলেন একজন। মৃত দুজন হলেন প্রদীপ কুমার রায় ও স্বপ্না রায়। মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ডের বাসিন্দা। সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত বুড়িশোল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে যাত্রী নিয়ে বেসরকারি একটি বাস গোয়ালতোড়ের দিকে যাচ্ছিল। অন্যদিকে পিড়াকাটা-র দিক থেকে একটি প্রাইভেট কারে করে দুজন মেদিনীপুরের দিকে আসছিলেন। বুড়িশোল এলাকায় রাজ্য সড়কের ওপর কোনো কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে বাসের সঙ্গে ওই কারের। ধাক্কা লাগার পর প্রাইভেট কারের সামনের চাকা ভেঙে বেরিয়ে যায়। পরে বাস কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর যাত্রীরা নেমে দেখেন প্রাইভেট কারটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। হতভম্ব যাত্রীরা আগুন দেখে ভেতরে কেউ রয়েছে কিনা দেখার সুযোগও পাননি। আগুন আরো বাড়ে। কিছুক্ষণ পর বোঝা যায় প্রাইভেট কারে জ্বলতে থাকা আগুনের ভেতর থেকে একজন জানালা দিয়ে বেরোনোর চেষ্টা করেও ঝুলছেন। ঘটনার পর সেখানে পৌঁছায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানো হলেও গাড়িতে থাকা দুজনের পুড়ে মৃত্যু হয়েছিল। তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দুজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।

Previous articleমেদিনীপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা?
Next articleপ্রোমোটারদের ইশারাতেই খোদ মেদিনীপুর শহরে দুষ্কৃতির তাণ্ডব! ভেঙে ফেলা হলো একের পর এক দোকান, আটক ২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here